সিদ্দিকুল্লা চৌধুরী জানিয়েছেন, মঙ্গলবার পাঁচ মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে সিদ্দিকুল্লা বলেন, “আমি পদত্যাগ করতে চেয়েছিলাম। মুখ্যমন্ত্রীকে সব জানিয়েছি। মুখ্যমন্ত্রী বিচারের আশ্বাস দিয়েছেন, তিনি সুবিচার করবেন আশা করছি।”
advertisement
প্রসঙ্গত নিজের বিধানসভা কেন্দ্রে হামলার মুখে পড়েছিলেন মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী, তাঁর গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় দলের একাংশের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তিনি, পাশাপাশি হুঁশিয়ারি দিয়েছিলেন প্রশাসন হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ না করে তাহলে প্রয়োজনে দল ছেড়ে দেবেন তিনি। তার সঙ্গে এই নিয়ে ফোনে কথা বলেন ফিরহাদ হাকিম। এবার মুখ্যমন্ত্রীর ফোন করলেন সিদ্দিকুল্লাকে।
পাশাপাশি সিদ্দিকুল্লা মঙ্গলবার জানান, এই ঘটনায় সাত জন গ্রেফতার হয়েছে। তিনি বলেন, “পুলিশ জানে কারা অপরাধী, আমি নাম দিয়েছি। মুখ্যমন্ত্রী বলেছেন, যে কোনও জায়গায় এমন ঘটনা ঘটলে কঠোর পদক্ষেপ নেব”। এর আগেই ফিরহাদ বলেছিলেন মানুষকে নিয়ে চলার কথা, পাশাপাশি হামলাকারীদের বিরুদ্ধে বার্তাও দিয়েছিলেন তিনি।
