মুখ্যমন্ত্রীর আরও বলেন, ‘সুপ্রিম কোর্টে তথ্য গোপন করা হয়েছে। সিপিএম-কংগ্রেস-মাওবাদী একজোট হয়েছে। বিরোধীরা অনেক জায়গায় প্রার্থী পায়নি। সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। ভোটের দিন বাংলাদেশের লোক আনা হয়। অসম-ঝাড়খণ্ড থেকে টাকা ঢুকেছে ভোটে।'
আরও পড়ুন
Bengal Panchayat Election Results 2018 LIVE: পঞ্চায়েতে তৃণমূল ঝড়, প্রায় সব জেলা পরিষদ জয়ের আশা মমতার
advertisement
এখনও পর্যন্ত যা ফল বেরিয়েছে তাতে গ্রামবাংলায় সবুজ ঝড় অব্যাহত। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত, তিন স্তরের বেশিরভাগ আসনেই জয়ী তৃণমূল কংগ্রেস। তিন হাজার দুশো চুয়ান্নটি গ্রাম পঞ্চায়েতের অধিকাংশই তৃণমূলের দখলে। পঞ্চায়েত সমিতির আসনে গণনা চলছে। সেখানেও তৃণমূলের আধিপত্য। যে কয়েকটি জেলা পরিষদের আসনের গণনা হয়েছে তাতেও জোড়াফুলের দাপট। প্রত্যাশামতোই বাম-কংগ্রেসকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। ভোটের আগেই বিনা লড়াইয়ে তৃণমূল দখল নিয়েছে বীরভূম, বাঁকুড়া ও মুর্শিদাবাদ জেলা পরিষদের।