বুধবার কলকাতার বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষগুলির সঙ্গে টাউন হলে বৈঠক চলাকালীন আরও একবার এই বেআইনি ব্যবসা বন্ধে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সম্প্রতি কিডনি পাচার চক্রের সঙ্গে মুকুন্দপুর বাইপাসে অবস্থিত মেডিকা হাসপাতালের নাম জড়িয়ে পড়ে ৷ সেই বিষয়টি মাথায় রেখে এদিন ফের মেডিকা কর্তৃপক্ষের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর তোপ, ‘MEDICA -তে কিডনি চক্র বন্ধ হয়েছে?আপনারা প্রোটোকল মেনে চলেন তো?’ এরপরই উপস্থিত সব কর্তৃপক্ষের উদ্দেশ্য মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি, ‘কোনও হাসপাতালে কিডনি চক্র চলতে দেব না ৷’
advertisement
চিকিৎসায় গাফিলতি কিংবা ফুলিয়ে ফাঁপিয়ে বিল বানানো। বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমগুলির একাংশের বিরুদ্ধে এই অভিযোগ দীর্ঘদিনের। চলছে হয়রানি। বাড়ছে ক্ষোভ। মাঝে মাঝে সিএমআরআই-র মত ঘটনায় ফাটছে ক্ষোভের আগ্নেয়গিরি। চিকিৎসার নামে ব্যবসা মানবে না সরকার। এনিয়ে এবার সরাসরি ময়দানে মুখ্যমন্ত্রী।
সব বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষগুলির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘ইঁট-কাঠ-পাথরের ব্যবসা আর মানুষের জীবন বাঁচানো এক নয় ৷ সেবাই হাসপাতালের শেষ কথা, সেবা নিয়ে ব্যবসা করা উচিৎ নয় ৷ ’ সব হাসপাতালকে তাঁর নির্দেশ, ‘সহজ-সরল-সুলভে চিকিৎসা পরিষেবা দিতে হবে ৷ সেবার ক্ষেত্রে ১০০ শতাংশ লাভ রাখা যাবে না ৷’