এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর দেড় লাখ জওয়ান এসেছেন। তাঁদের প্রত্যেকের RTPCR টেস্ট বাধ্যতামূলকভাবে করাতে হবে। আগের বারই দেখেছিলাম, একজন পুলিশের হওয়া মানে হাজার জন সংক্রমিত হওয়া। ওরা টিম হিসেবে কাজ করেন। তাই একজনের হলে সবার হতে পারে।' এদিন নির্বাচন কমিশনের উদ্দেশেও মমতা বলেন, 'নির্বাচন ঘোষণার সময় ভাল করে ভাবা উচিত ছিল, কেন্দ্রীয় সরকারেরও ভাবা উচিত ছিল। আমরা চেষ্টা করব, ঝড় মোকাবিলা করার। ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না।'
advertisement
প্রসঙ্গত, এর আগে রাজ্যে করোনা ছড়ানোর 'জন্য' বিজেপি ও তাঁদের 'বহিরাগত'দের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন মমতা। এদিন তিনি বলেন, 'বাইরে থেকে হাজার হাজার লোক আসছে, করোনা সেখানেও ছড়াচ্ছে। লকডাউন করলে তো মানুষের কষ্ট হবে।'
এদিন ফের নির্বাচন কমিশনের উদ্দেশে মমতার বার্তা, 'আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করেছিলাম, শেষ দফার নির্বাচন একসঙ্গে করতে, কিন্তু করা হয়নি। তাই অসুবিধা হয়েছে। বিহারে তিনটি দফা হয়েছে, বাংলায় কেন ৮টি দফা? আর করোনা এখন অত্যন্ত বেড়ে গিয়েছে, এখন তো ভাবা উচিত। বাইরে থেকে অনেক লোক আসছে, সেই কারণে করোনা সংক্রমন ছড়াচ্ছে। বাজারে অনেক ওষুধ পাওয়া যাচ্ছে না। টিকাও পাওয়া যাচ্ছে না।'
