TRENDING:

Mamata on Corona Situation: করোনা রুখতে কেন্দ্রীয় বাহিনী নিয়েও বেনজির সিদ্ধান্ত মমতার! জানুন...

Last Updated:

নির্দেশ অনুযায়ী, রাজ্য়ে আসা কেন্দ্রীয় বাহিনীর সমস্ত জওয়ানকে বাধ্যতামূলক ভাবে করাতে হবে RTPCR টেস্ট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গোটা দেশের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাতেও মারাত্মক হারতে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ (Corona in Bengal)। এই পরিস্থিতিতে বিভিন্ন রাজ্য সরকার স্থানীয় স্তরে লকডাউন ঘোষণা করেছে। কোথাও জারি করা হয়েছে কারফিউ। কোথাও রাত্রিকালীন কারফিউও জারি করা হয়েছে। গতকালই পশ্চিমবঙ্গে প্রায় সাড়ে আট হাজার মানুষ আক্রান্ত হয়েছেন মারণ ভাইরাসে। তবে, এদিন মালদায় সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছেন, 'এখনই লকডাউনের কোনও চিন্তা নেই। লকডাউন করলেই কি সব কমে যাবে? মানুষকে একটু সময় দিতে হবে না?' তবে, সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি এ রাজ্যে ভোটের নিরাপত্তায় আসা কেন্দ্রীয় বাহিনী (CRPF) নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশ অনুযায়ী, রাজ্য়ে আসা কেন্দ্রীয় বাহিনীর সমস্ত জওয়ানকে বাধ্যতামূলক ভাবে করাতে হবে RTPCR টেস্ট।
advertisement

এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর দেড় লাখ জওয়ান এসেছেন। তাঁদের প্রত্যেকের RTPCR টেস্ট বাধ্যতামূলকভাবে করাতে হবে। আগের বারই দেখেছিলাম, একজন পুলিশের হওয়া মানে হাজার জন সংক্রমিত হওয়া। ওরা টিম হিসেবে কাজ করেন। তাই একজনের হলে সবার হতে পারে।' এদিন নির্বাচন কমিশনের উদ্দেশেও মমতা বলেন, 'নির্বাচন ঘোষণার সময় ভাল করে ভাবা উচিত ছিল, কেন্দ্রীয় সরকারেরও ভাবা উচিত ছিল। আমরা চেষ্টা করব, ঝড় মোকাবিলা করার। ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না।'

advertisement

প্রসঙ্গত, এর আগে রাজ্যে করোনা ছড়ানোর 'জন্য' বিজেপি ও তাঁদের 'বহিরাগত'দের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন মমতা। এদিন তিনি বলেন, 'বাইরে থেকে হাজার হাজার লোক আসছে, করোনা সেখানেও ছড়াচ্ছে। লকডাউন করলে তো মানুষের কষ্ট হবে।'

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এদিন ফের নির্বাচন কমিশনের উদ্দেশে মমতার বার্তা, 'আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করেছিলাম, শেষ দফার নির্বাচন একসঙ্গে করতে, কিন্তু করা হয়নি। তাই অসুবিধা হয়েছে। বিহারে তিনটি দফা হয়েছে, বাংলায় কেন ৮টি দফা? আর করোনা এখন অত্যন্ত বেড়ে গিয়েছে, এখন তো ভাবা উচিত। বাইরে থেকে অনেক লোক আসছে, সেই কারণে করোনা সংক্রমন ছড়াচ্ছে। বাজারে অনেক ওষুধ পাওয়া যাচ্ছে না। টিকাও পাওয়া যাচ্ছে না।'

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata on Corona Situation: করোনা রুখতে কেন্দ্রীয় বাহিনী নিয়েও বেনজির সিদ্ধান্ত মমতার! জানুন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল