হায়দরাবাদে পশু চিকিৎসক ধর্ষণ, দেশ ও রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক নৃশংস ধর্ষণের ঘটনা ঘটছে ৷ সেই নিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, হায়দরাবাদের ঘটনা মনে নাড়া দেয় ৷ উন্নাওয়ের নির্যাতিতা ৯০% পুড়ে গিয়েছেন ৷ উন্নাওয়ের তরুণীর কেন নিরাপত্তা ছিল না? এইসব ঘটনা মনে কষ্ট দেয় ৷ এমন ঘটনায় কড়া আইন করে শাস্তি দিতে হবে ৷’
advertisement
হায়দরাবাদ গণধর্ষণকাণ্ডের মতোই মালদহতেও ধর্ষণের পর এক যুবতীকে পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে ৷ সেই ঘটনায় সাত থেকে ১০ দিনের মধ্যে চার্জশিট জমা দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর ৷
২৭ নভেম্বর হায়দরাবাদের শামশাবাদে এক তরুণী চিকিৎসককে গণধর্ষণ করে খুন করে ওই চার অভিযুক্ত। এর পর ঘটনাস্থল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে সাদনগরে পুড়িয়ে ফেলা হয় ওই তরুণীর দেহ। বৃহস্পতিবার গভীর রাতে ওই ঘটনার পুনর্নিমাণ করতে অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে যায় পুলিশ। পুলিশের দাবি, সে সময় তাঁদের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্তেরা। আত্মরক্ষার্থে তাদের গুলি করে মারা হয়। হায়দরাবাদ ধর্ষণ-খুনে চার অভিযুক্তকে এনকাউন্টারে মারল পুলিশ। পুলিশ হেফাজত থেকে পালানোর সময় গুলি করে মারতে বাধ্য হয় পুলিশ, দাবি হায়দরাবাদের পুলিশ কমিশনারের। ঘটনাস্থলে নির্যাতিতার ফোন খুঁজতে নিয়ে যাওয়া হয় চার অভিযুক্তকে। পুলিশের দাবি, ওই সময়ে ৪৪নং জাতীয় সড়কের কাছে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। এমনকি পুলিশকে লক্ষ করে গুলিও ছোঁড়ে তারা। এই পরিস্থিতিতে পাল্টা গুলি ছোড়ে পুলিশ।
