তিনি বলেন, 'পশ্চিমবঙ্গে এনআরসি মেনে নেওয়া হবে না। যারা দেশ ভাগ করতে চাইছে, তাদের উদ্দেশ্য বলছি আমি জীবন দিতে তৈরি, কিন্তু দেশ ভাগ করতে দেব না। আমার ওপর ভরসা রাখুন৷ আপনারা শান্তিতে থাকুন৷ কারও কথা শুনবেন না৷ কিছু কিছু গদ্দার দলের আমরা লড়ছি, আমরা এজেন্সির লড়ছি। আমরা লড়ার জন্য তৈরি৷ আমরা মাথা ঝোঁকাব না। কেউ কেউ বিজেপির থেকে টাকা নিয়ে বলে বেড়ায় ভোট ভাঙিয়ে দেব৷ আর এক বছর বাকি ভোটের৷ কে ক্ষমতায় আসবে, সেটা বিচার করুন এখন৷ ইতিহাস বদলে দিচ্ছে, সংবিধান বদলে দিচ্ছে। বিলকিসের কেসে সকলকে ছেড়ে দিয়েছে৷ আমরা এই সবের বিরুদ্ধে লড়ব৷ এদের দাদাগিরি, এদের জুমলা আটকাতে হবে৷ আমরা সবাই এক হলে, ওদের চেয়ার টলে যাবে। আমরা ওদের চেয়ার বদলাবো৷'
advertisement
আরও পড়ুন- উধাও রোদ, শহরজুড়ে মেঘলা আকাশ! কখন নামবে বৃষ্টি, জানুন আবহাওয়ার আপডেট
আরও পড়ুন- ভুল করেও তুলসির কাছে এই গাছ লাগাবেন না, বড় বিপদ নেমে আসবে, সতর্ক থাকুন
খিলাফত কমিটির সকলকে ইদের শুভেচ্ছা জানান মমতা। বলেন, 'রেড রোডে নামাজের আয়োজন করা হয়েছে সুন্দর ভাবে। এত রোদে এত কষ্টে, এত গরমে আপনারা হিম্মত দেখিয়েছেন। আপনাদের কমিটমেন্ট আপনারা দেখিয়েছেন। আপনাদের সকলকে ইদের শুভেচ্ছা জানাচ্ছি।' মমতার বার্তা, 'কোনও রাজনৈতিক দলের প্ররোচনায় পা দেবেন না। ভয় পাবেন না। আমরা দাঙ্গা চাই না।'