TRENDING:

CM Mamata Banerjee || ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট যেন ৪-৫ ঘণ্টার মধ্যে দেওয়া হয়, কড়া বার্তা মমতার

Last Updated:

বাংলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান৷ চিন্তা বাড়াচ্ছে মৃত্যুও৷ ইতিপূর্বে ডেঙ্গি নিয়ে একাধিকবার সচেতন করেছেন মুখ্যমন্ত্রী৷ গাফিলতি যে কোনওভাবেই বরদাস্ত করা হবে না, তাও বলেছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এবার ডেঙ্গি নিয়ে কডা় পদক্ষেপ করার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট যেন ৪-৫ ঘণ্টার মধ্যে দেওয়া হয়, সেখানে যেন কোনওভাবেই দেরি না হয় তা নিশ্চিত করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী৷ তাড়াতাড়ি রিপোর্ট এলে দ্রুত চিকিৎসা করা যাবে৷
ডেঙ্গি নিয়ে যা বললেন মুখ্যমন্ত্রী...
ডেঙ্গি নিয়ে যা বললেন মুখ্যমন্ত্রী...
advertisement

ইতিপূর্বে ডেঙ্গি নিয়ে একাধিকবার সচেতন করেছেন মুখ্যমন্ত্রী৷ গাফিলতি যে কোনওভাবেই বরদাস্ত করা হবে না, তাও বলেছেন৷ বাংলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান৷ চিন্তা বাড়াচ্ছে মৃত্যুও৷ জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। জেলার মধ্যে বর্ধমান শহরে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

হাসপাতাল, হাসপাতালের পরিকাঠামোর মতো একাধিক বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন মমতা৷ তাঁর কথায় বারবার এটাই উঠে আসে যে কোনওভাবে রোগী যেন সমস্ত উপযুক্ত চিকিৎসা পরিষেবা পান৷ কোনওভাবেই যেন সেখানে কোনও গাফিলতি না হয়৷  এর আগেও এ নিয়ে একাধিক বার সতর্ক করেছেন মমতা৷

advertisement

আরও পড়ুন: উত্তাল বিধানসভা! বড় দাবি নিয়ে শুভেন্দুর নেতৃত্ব বিজেপির বিক্ষোভ

আরও পড়ুন: 'পাগলে কী না বলে!' মদনের বক্তব্যে ক্ষুব্ধ ফিরহাদ, পাল্টা জবাব কামরাহাটির বিধায়কের

স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়েও প্রশাসনের কড়া অবস্থান স্পষ্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ স্বাস্থ্যসাথীর আওতায় থাকার পরেও অনেক বেসরকারি হাসপাতাল কেন স্বাস্থ্যসাথীর সুবিধা দিচ্ছেন না সাধারণ মানুষকে, এমন অভিযোগ নিয়ে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ প্রসূতি মৃত্যু নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মমতা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

পাশাপাশি, মমতাকে এ দিন শোনা যায় জেনেরিক ওষুধ থেকে শুরু করে অনেকে বেসরকারি হাসপাতালে বৈআইনি ভাবে বিল নেওয়ার কথা বলা হয়৷ আর তাতেই আরও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বললেন, ‘‘আপনারা ধরুন না৷ এরকম বিল করলে আপনারা ধরুন৷ ভেন্টিলেশনে থাকা রোগীর টুথ পেস্টের টাকা নেওয়া হলে তার পাঁচ হাজার গুণ ফাইন নিন, তা হলে ঠিক হয়ে যাবে৷’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
CM Mamata Banerjee || ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট যেন ৪-৫ ঘণ্টার মধ্যে দেওয়া হয়, কড়া বার্তা মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল