এটিএম প্রতারণার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত বলেএটিএম প্রতারণায় মন্তব্য মুখ্যমন্ত্রীর ৷ অর্থমন্ত্রকের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি ৷
গত কয়েকদিনের ঘটনায় এটিএম আতঙ্ক কলকাতা জুড়ে ৷ প্রতারিত বহু মানুষ ৷ গায়েব লাখ লাখ টাকা ৷ রাষ্ট্রায়ত্ত হোক বা বেসরকারি ব্যাঙ্ক, সাধারণ মানুষের টাকা কি আদৌ সুরক্ষিত? সব তথ্য প্রতারকরা হাতিয়ে নেয়নি তো? এটিএম থেকে হঠাৎ করে টাকা গায়েব হয়ে যাবে না তো? এই সব চিন্তাতেই সকলের ঘুম উড়েছে। অনেকে তো এটিএম থেকে টাকা তুলতেই ভয় পাচ্ছেন।
advertisement
আরও পড়ুন
অসম NRC ইস্যু: কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়
চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে কসবার ঘটনা। রবিবার, বকুলতলা লেনের এই ইন্ডাসইন্ড ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে গিয়ে এক গ্রাহক দেখতে পান এটিএমে স্কিমার লাগানো। আবার এই এটিএম থেকেই ঢিল ছোড়া দূরত্বের হোটেলে কয়েক মাস আগে ছিল এটিএম প্রতারণায় ধৃত এক রোমানীয় যুবক। তাই এলাকাবাসীর আতঙ্ক চরমে। বেসরকারি হোক বা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম। নিরাপত্তাহীনতার ছবি প্রায় সর্বত্র।
