কাশ্মীরে ৩৭০ ধারার বিলোপ নিয়ে মঙ্গলবার সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, ‘গণতান্ত্রিক পদ্ধতি মানেনি কেন্দ্র ৷ কাশ্মীরবাসীর সঙ্গে কথা বলা যেত ৷ কাশ্মীরে যা ঘটছে, সব দেখছি ৷ কাশ্মীরের মানুষ আমাদের ভাই-বোন ৷’ একইসঙ্গে রাজ্যসভায় জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাশ হওয়ার পরই কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল নেত্রী ৷ বলেন, অবিলম্বে ওমর, মেহবুবাকে ছেড়ে দেওয়া উচিত ৷
advertisement
‘কাশ্মীরকে বিচ্ছিন্ন করে জাতীয় সংহতি বাড়বে না ৷ নির্বাচিত জনপ্রতিনিধিদের জেলবন্দি করা হচ্ছে ৷’ ৩৭০ধারা নিয়ে ট্যুইটে প্রতিক্রিয়া দেন রাহুল গান্ধিও ৷ কাশ্মীর থেকে বিশেষ তকমা কেড়ে নিতেই আড়াআড়ি ভাগ হল দেশের রাজনীতি। সরকারি সিদ্ধান্তের বিরোধিতায় এনডিএ’র অন্যতম শরিক নীতিশ কুমারের সংযুক্ত জনতা দল। আবার ৩৭০ ধারা (Article 370) ধারা খারিজে মোদি-শাহদের পাশে আপ। সংবিধানের কালোদিন বলেই প্রতিক্রিয়া কংগ্রেসের।