সূত্রের খবর, এদিনের বৈঠকে অপরাজিতা বিলে যে আইনগুলির কথা বলা হয়েছে সেই আইনগুলিকে নিয়ে পুলিশের ইনভেস্টিগেশন অফিসারদের ট্রেনিং করাতে হবে। যত দ্রুত সম্ভব এই ট্রেনিং শুরু করানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: ‘স্ত্রী বাড়িতে না থাকলে…’ পরিচালকের বিরুদ্ধে ‘যৌনদাসী’ করে রাখার বিস্ফোরক অভিযোগ নায়িকার!
মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজিকে এই নির্দেশ দেন মমতা। বৈঠকে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উদ্দ্যেশ্যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বিল কার্যকর কবে হবে তার অপেক্ষায় না থেকেই করানো-সহ সব প্রক্রিয়াগুলি শুরু করে দিতে হবে।
advertisement
নবান্ন সূত্রে জানা গিয়েছে, যত দ্রুত সম্ভব অপরাজিতা বিলের আইনগুলিকে কার্যকর করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ‘আমরা যাতে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা নিজেদের মতো করে কাজ করতে পারি সেটাও দেখতে হবে।’ বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা, আইনমন্ত্রী, রাজ্যের নিরাপত্তা অধিকর্তা, কলকাতা পুলিশের পুলিশ কমিশনার।