রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ থেকে শুরু করে পঞ্চায়েত ভোট একের পর এক ইস্যুকে সামনে রেখে রাজ্য পালের সঙ্গে সংঘাত চরম পর্যায়ে পৌঁছেছে নবান্নের। বিধানসভার অধিবেশন শুরু করতে দিচ্ছে না রাজ্যপাল বলেও অভিযোগ তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। শেষ পর্যন্ত রাজ্যপালের সম্মতিতেই সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভার অধিবেশন। এদিন বিধানসভার অধিবেশন নিয়েই রাজ্যপালের সঙ্গে আলোচনা হয়েছে বলেই বৈঠক শেষে বেরিয়ে বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিধানসভায় বিল প্রায় হাতে নেই। তবু বছরে কিছুদিন বিধানসভা করতেই হয়। রাজ্যপাল কে বলে গেলাম দুটি বিল হতে পারে। পাস করানোর জন্য রাজ্যপালকে বলে গেলাম।’’ যদিও বিল গুলো কী, সেই বিষয়ে স্পষ্ট না বললেও মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যতক্ষণ রাজ্যপাল পাস না করছেন আমরা বলি না। বিধানসভার কিছু সিক্রেসি আছে।’’
advertisement
আরও পড়ুন– স্বামীর ভাইপোর সঙ্গে পরকীয়ায় জড়ালেন কাকিমা ! এর পরেই হল ভয়ঙ্কর পরিণতি…
যদিও উপাচার্য নিয়োগ নিয়ে কোনও আলোচনা হয়েছে কী না, সেই বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, ‘‘এই প্রসঙ্গে কোনও আলোচনা হয়নি। আচার্য্য বিল রাজ্যপালের বিবেচনাধিন সম্পর্কেও মুখ্যমন্ত্রীর কাছ থেকে জানতে চাওয়া হলে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আচার্য্য বিল পড়ে রয়েছে। সে তখন যা হওয়ার হবে।’’ সম্প্রতি একের পর এক ইস্যুকে সামনে রেখে রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়িয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েই এদিনের রাজ্যপাল- মুখ্যমন্ত্রী বৈঠক বিধানসভা অধিবেশন চলাকালীন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়