সরকার ও জুনিয়র ডাক্তারদের বৈঠক নিয়ে এতক্ষণ অব্যাহত ছিল জটিলতা । সংবাদমাধ্যমের লাইভ টেলিকাস্ট করার সিদ্ধান্ত নিয়ে অনড় ছিলেন জুনিয়র ডাক্তাররা। কালই তাঁরা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে যেকোনও জায়গায় আলোচনায় রাজি। তবে দুটি নতুন শর্তও দিয়েছিলেন আন্দোলনকারীরা। বৈঠকে সংবাদমাধ্যমকে থাকতে দিতে হবে। থাকবেন প্রতিটি মেডিক্যাল কলেজের প্রতিনিধি। পরে সংবাদমাধ্যমকে রাখার শর্ত বাতিল করে ভিডিওগ্রাফির আবেদন করেন জুনিয়র ডাক্তাররা। আজ আন্দোলনকারীরা ফের স্পষ্ট করেন, সংবাদমাধ্যমের উপস্থিতিতেই আলোচনা চান তাঁরা।
advertisement
স্বাস্থ্যক্ষেত্রে এই জটিলতায় আদতে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষেরই ৷ সেই সমস্যার কারণেই জটিলতা কাটাতে উদ্যোগী সরকারের নমনীয় মনোভাব ৷ আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়ায় এবার রাজ্যের সঙ্গে ডাক্তারদের বৈঠকে আর কোনও বাধা রইল না ৷ চিকিৎসকদের তরফে ১৪টি মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের নবান্নে যাওয়ার কথা রয়েছে ৷