TRENDING:

শ্রীজাতর ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, কথা বললেন অসম প্রশাসনের সঙ্গে

Last Updated:

শ্রীজাতর সঙ্গে কথা বলার পর অসম প্রশাসনের সঙ্গে কথা বলেন মমতা৷ ফোনে শ্রীজাতর সঙ্গে কথা বলেন মন্ত্রী অরূপ বিশ্বাসও। রবিবার সকালে কলকাতায় ফেরেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অসমে কবি শ্রীজাতকে হেনস্থার ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রবিবার সকালে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী৷ ঠিক কী ঘটেছে, তা জানতে চেয়ে শ্রীজাতকে ফোন করেছিলেন মমতা৷
advertisement

আরও পড়ুন: শিলচরে হিন্দুত্ববাদী সংগঠনের হেনস্থা কবি শ্রীজাতকে, হোটেলে ভাঙচুর

শ্রীজাতর সঙ্গে কথা বলার পর অসম প্রশাসনের সঙ্গে কথা বলেন মমতা৷ ফোনে শ্রীজাতর সঙ্গে কথা বলেন মন্ত্রী অরূপ বিশ্বাসও। রবিবার সকালে কলকাতায় ফেরেন তিনি। অনুষ্ঠানের আয়োজকরাও ঘটনার তীব্র নিন্দা করেছেন। ২০১৭ সালে অভিশাপ কবিতা নিয়েই বিতর্কের মুখে পড়েছিলেন কবি শ্রীজাত।

advertisement

শনিবার শিলচরে একটি অনুষ্ঠানের উদ্বোধনে গিয়েছিলেন কবি শ্রীজাত। আচমকাই অনুষ্ঠানে ঢুকে পড়ে হিন্দুত্ববাদীরা। শ্রীজাত জানিয়েছেন, অনুষ্ঠান চলাকালীন হঠাত্‍‌ই এসে হাজির হন পাঁচ-ছ’জন হিন্দুত্ববাদী সংগঠনের কর্মী। উদ্যোক্তাদের কাছে এসে তাঁরা জানিয়েছিলেন, তাঁদের কিছু কথা বলতে দিতে হবে। সেই সময় স্থানীয় শিল্পীদের সংবর্ধনা দেওয়া হচ্ছিল। উদ্যোক্তারা তাঁদের বলেন, কিছুক্ষণ অপেক্ষা করার জন্য। সংবর্ধনা পর্ব শেষ হওয়ার আগেই ফের কথা বলার দাবি তোলেন ওই হিন্দুত্ববাদীরা। বাধ্য হয়ে তাঁদের কথা বলতে দেন আয়োজকরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এরপর রাতে শ্রীজাতর হোটেলে ভাঙচুরও চালানো হয়৷ পুলিশ শ্রীজাতকে উদ্ধার করে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
শ্রীজাতর ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, কথা বললেন অসম প্রশাসনের সঙ্গে