বৃহস্পতিবার প্রায় পৌনে এক ঘণ্টা পরে সল্টলেকে আইপ্যাকের দফতর থেকে বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি জানি আপনারা উদ্বিগ্ন৷ মিডিয়াকে ধন্যবাদ৷ জেনে রাখুন সকাল ৬টা থেকে স্টার্ট হয়েছে এটা (ইডি রেইড), তখন অফিসে কেউ ছিল না৷ আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, আইফোন, স্ট্র্যাটেজি ইলেকশন, এসআইআরের কাজ চলছে, সেগুলো সব ফরেন্সিক টিম নিয়ে ট্রান্সফার করেছে৷ আমি মনে করি এটা ক্রাইম৷’’
advertisement
টিএমসি সুপ্রিমো জানান, এই ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিটি ওয়ার্ডে বিকেল ৪টের সময় মিছিল করবে তৃণমূলের সমর্থকরা। তিনি আরও বলেন, ’বিজেপি, কংগ্রেস এবং বামেরা একসঙ্গে লড়াই করছে। কিন্ত আমরা কাউকে ভয় পাই না। তৃণমূল কংগ্রেস বীরের মতো লড়াই করে।’ সূত্রের খবর, চন্দ্রিমা ভট্টাচার্য বিকেল চারটে থেকে নর্থ দমদমের মিছিল থাকবে।
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এটা পার্টি অফিস৷ এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়৷ IPAC তৃণমূলের অথরাইসড টিম৷ সেই টিমের কাগজ লুট করা হয়েছে৷ আমাদের দলের স্ট্র্যাটেজি, প্রার্থী তালিকা, নথি পত্র সব ছিল৷ সমস্ত টেবিল ফাঁকা৷ সব সীমা ছাড়িয়ে গেছে৷ মানুষ কে সাহায্য করার জন্য আমাদের কাজ চলছে। এটা প্রাইভেট অর্গানাইসেশন নয়। তৃণমূল কংগ্রেস এর অথরাসাইড এটা। এটা ক্রাইম। এটা কি ঠিক হয়েছে? আমরা ইনকাম ট্যাক্স দি। আমাদের অডিট হয় প্রয়োজনে ইডি ইনকাম টাক্স থেকে কাগজ নিতে পারত৷ যদি প্রয়োজন থাকত নোটিস পাঠাত৷’’
