একের পর এক সেরা পুজোর মণ্ডপ তাঁদের প্রতিমা নিয়ে হাজির হবে রেড রোডে৷ তবে, এই কার্নিভালের জন্য সাধারণ মানুষদের যেন অসুবিধা না হয় সেটার দিকে নজর রাখছে পুলিশ।
শহর ও শহরতলির প্রায় একশোটি পুজো কমিটি এবার অংশ নিচ্ছে রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে। রেড রোডের দু’ধারে প্রায় ১৮ হাজার দর্শকের বসার বন্দোবস্ত করা হয়েছে। প্রতিবারের মত মূল মঞ্চের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে, মোতায়ন করা হয়েছে কড়া নিরাপত্তা। একের পর এক সেরা পুজোর মণ্ডপ তাঁদের প্রতিমা নিয়ে হাজির হচ্ছে রেড রোডে৷ তবে, এই কার্নিভালের জন্য সাধারণ মানুষদের যেন অসুবিধা না হয় সেটার দিকে নজর রাখছে পুলিশ।
advertisement
কার্নিভালে অংশ নিয়েছে একশোটিরও বেশি পুজো কমিটি। মূল মঞ্চের পাশাপাশি বেশ কয়েকটি মঞ্চ থাকছে। এদিকে মুখ্যমন্ত্রীর জন্য মূল মঞ্চের উচ্চতা কমানো হয়েছে। পায়ে চোট থাকায় উঁচুতে উঠতে পারবেন না তিনি। তাই শেষ মুহূর্তে মূল মঞ্চের নকশা বদল করা হয়| শুক্রবারের কার্নিভালে উপস্থিত হয়েছেন দেশ বিদেশের অতিথিরা। প্রায় ১৮ হাজার আসন থাকছে কার্নিভালে।