উল্লেখ্য, ১৯৪৭ সালের ২০ জুন অখণ্ড বাংলার প্রাদেশিক আইনসভার ভোটাভুটিতে দুই বাংলা ভাগের বিষয়টি চূড়ান্ত হয়েছিল। যদিও ইতিহাসবিদের একাংশের মতে, সেই ভোটাভুটির আগে ৩ জুনই ব্রিটিশ সরকারের দেশভাগের সিদ্ধান্ত ঘোষণা করা হয়ে গিয়েছিল। যে কারণে বাঙালির ইতিহাস কিংবা সংস্কৃতিতে এমন দিনের বিশেষ গুরুত্ব শোনা যায় না।
advertisement
‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করার সিদ্ধান্তে তীব্র আপত্তি জানিয়ে চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ”প্রাদেশিক আইন সভায় ভোটাভুটি হলেও তা মানা হয় না। কারণ এই ভাগ বিপর্যয় হিসাবে চিহ্নিত হয়। আনন্দ, গর্বের দিন নয়। এই দিবস পালনের চেষ্টা বাংলার ঐতিহ্যকে নষ্ট করছে। এই দিন ইতিহাস ও ঐতিহ্যের পরিপন্থী। দুই বাংলার অতীত, স্বাধীনতা সংগ্রাম, সংস্কৃতি মিলনের কথা বলে। পশ্চিমবঙ্গের সৃষ্টির দিন এটা নয়। এর সঙ্গে ইতিহাসের সম্পর্ক নেই।”
‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের সিদ্ধান্ত একতরফা ও অপরামর্শমূলক আচরণ বলে চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের উদ্দেশ্য প্রণোদিত মূলক আচরণ বলেও মত তৃণমূল কংগ্রেসের।