চন্দ্রবাবু নায়াডুর দলকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, টিডিপির এনডিএ ছাড়ার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি ৷ পাশাপাশি তিনি বলেন, দেশকে দুর্নীতির হাত থেকে রক্ষা করার জন্য এটি বিশেষ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ৷ কারণ এই সিদ্ধান্তই দেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করবে।
পাশাপাশি মুখ্যমন্ত্রী সমস্ত বিরোধী দলগুলিকে অনুরোধ জানিয়েছেন এক জোট হয়ে কাজ করার জন্য ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নাম না করে কেন্দ্রকে নিশানা করেন ৷ দেশ জুড়ে বেড়ে চলা অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে বিরোধী দলগুলিকে একজোট হয়ে লড়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 16, 2018 2:49 PM IST