এক ধাক্কায় স্কুলের ফি বাড়ানো হয় পঞ্চাশ শতাংশ। আর সেই বাড়তি ফি দিতে না পারায় মিলল টিসি। অন্ধকারে ক্লাস ওয়ানের ছাত্রের ভবিষ্যৎ। খাস শহর কলকাতার খিদিরপুরের আল হামদ স্কুলের ভূমিকায় উঠছে প্রশ্ন। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে স্কুল শিক্ষা দফতর।
এক বছরও হয়নি। এরই মধ্যে সেই একই অভিযোগ উঠল আরও এক বেসরকারি স্কুলের বিরুদ্ধে। শুধু তাই নয়, বাড়তি ফি িদতে না পারায় টিসি দিয়ে তাড়িয়ে দেওয়া হল ক্লাস ওয়ানের ছাত্রকে। টিসি বা ট্রান্সফার সার্টিফিকেটে ফি দিতে না পারায় তাড়িয়ে দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
advertisement
একজন নয়। আরও সাত-আট পড়ুয়ার সঙ্গেও স্কুল কর্তৃপক্ষ একই আচরণ করেছে বলে অভিযোগ। ফি দিতে না পারায়, কয়েকজন ছাত্রকে স্কুলের বাইরে দাঁড় করিয়েও রাখা হয়েছিল। তবে স্কুল কর্তৃপক্ষ এব্যাপারে মুখ খুলতে নারাজ।
ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগও জানিয়েছেন অভিভাবকরা। তদন্ত শুরু করেছে স্কুল শিক্ষা দফতর। এই ঘটনার নিন্দায় সরব শিক্ষাবিদ সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ ৷