পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত নটা ও ১০ টা থেকে একটি অপরিচিত মোবাইল থেকে ফোন করে মেয়েটি। প্রথম লোকেশন মেলে কোন্ননগর, দক্ষিণেশ্বর, কাশীপুর, গিরিশ পার্ক ও গিরিশ রোড, কালীঘাটের লোকেশন। তারপর ওই নম্বরটি বন্ধ করে দেওয়া হয় ৷ বই পেন খাতা কেনার পর বাড়ি ফেরার সময় ৩-৪ জন যুবক তাকে মুখে চাপা দিয়ে গাড়ি করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ।
advertisement
জানি গিয়েছে, মেয়েটির সঙ্গে বেলেঘাটার একটি ছেলের সম্পর্ক ছিল । শুক্রবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ শেষবার মেয়েটির ফোনে কথা হয়। তাদের দেখা করার কথা ছিল। ছেলেটি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। সোশ্যাল নেটওয়ার্কে গিয়ে পুলিশ জানতে পেরেছে, তার একাধিক বন্ধুর সম্বন্ধে ৷ তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ তবে এখনও খোঁজ মেলেনি তরুণীর ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 01, 2017 11:50 AM IST