TRENDING:

সল্টলেকে ছাত্রী নিখোঁজ রহস্যে নয়া মোড়, অপহরণ না অন্তর্ধান, ধন্দে পুলিশ

Last Updated:

সল্টলেকে রহস্যজনক ভাবে উধাও একাদশ শ্রেণির ছাত্রী ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সল্টলেকে রহস্যজনক ভাবে উধাও একাদশ শ্রেণির ছাত্রী ৷ গতকাল রাত ৮টা নাগাদ বাড়ির কাছের দোকানে খাতা ও পেন কিনতে  বোনের সঙ্গে বেরিয়েছিল একাদশ শ্রেণির ছাত্রী। একশো নয় টাকা বিল হয়। একশো দশ টাকা দোকানে দিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে যেতে যায়। মেয়েটির বোন এক টাকা নিতে যায়। ফিরে দিদিকে দেখতে পায়নি ৷ বাড়ি ফিরে জানতে পারে বাড়িতেও ফেরেনি সে ৷  রাত ১০টা নাগাদ বাড়িতে ফোন আসে ৷ মেয়েটি ফোন করে, জানায়, ‘আমাকে বাঁচাও। বিপদে পড়েছি। আমাকে অপহরণ করা হয়েছে ৷’
advertisement

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত নটা ও ১০ টা থেকে একটি অপরিচিত মোবাইল থেকে ফোন করে মেয়েটি।  প্রথম লোকেশন মেলে কোন্ননগর, দক্ষিণেশ্বর, কাশীপুর, গিরিশ পার্ক ও গিরিশ রোড, কালীঘাটের লোকেশন। তারপর ওই নম্বরটি বন্ধ করে দেওয়া হয় ৷ বই পেন খাতা কেনার পর বাড়ি ফেরার সময় ৩-৪ জন যুবক তাকে মুখে চাপা দিয়ে গাড়ি করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জানি গিয়েছে, মেয়েটির সঙ্গে বেলেঘাটার একটি ছেলের সম্পর্ক ছিল । শুক্রবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ শেষবার মেয়েটির ফোনে কথা হয়। তাদের দেখা করার কথা ছিল। ছেলেটি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। সোশ্যাল নেটওয়ার্কে গিয়ে পুলিশ জানতে পেরেছে, তার একাধিক বন্ধুর সম্বন্ধে ৷ তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ তবে এখনও খোঁজ মেলেনি তরুণীর ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
সল্টলেকে ছাত্রী নিখোঁজ রহস্যে নয়া মোড়, অপহরণ না অন্তর্ধান, ধন্দে পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল