TRENDING:

TMC||CPIM: তৃণমূলের শ্রমিক সংগঠনের সঙ্গে আন্দোলনে নামতে রাজি সিটু, রাজ্যেও কমছে দূরত্ব?

Last Updated:

রাজ্যে নিজেদের বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে তৃণমূলের সঙ্গে কোনওরকম আপসে রাজি নন সিপিএম নেতারা (TMC||CPIM)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিজেপি-কে ক্ষমতা থেকে সরাতে জাতীয় স্তরে তৃণমূলের সঙ্গে জোট বেঁধে লড়াইয়ে আপত্তি নেই৷ আগেই বুঝিয়ে দিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু থেকে শুরু করে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র৷ সোমবার কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে একই বার্তা দিয়েছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও৷ যদিও প্রত্যেকেই পরিষ্কার করে দিয়েছেন, তৃণমূলের সঙ্গে সমঝোতা হবে শুধুমাত্র জাতীয় স্তরে৷ এ রাজ্যে বিজেপি-র মতোই তৃণমূল সিপিএমের কাছে শত্রুই থাকবে৷
advertisement

সিপিএম নেতারা এ কথা বললেও দলের শ্রমিক সংগঠন সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু অবশ্য জানাচ্ছেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে আন্দোলনের ক্ষেত্রে তৃণমূলের শ্রমিক সংগঠনকে সঙ্গে নিতেও আপত্তি নেই তাঁদের৷ বরং আইএনটিটিইউসি যদি সিটুর সঙ্গে যৌথ আন্দোলনে শরিক হয়, তাহলে তাকে স্বাগত জানিয়েছেন অনাদি সাহু৷

সোমবার দেশ বাঁচাও দিবস পালন করে বাম শ্রমিক সংগঠনগুলি৷ সেই অনুষ্ঠানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিটু-র রাজ্য সম্পাদক অনাদি সাহু বলেন, 'আমরা বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি৷ সেই আন্দোলনে তৃণমূল এলে স্বাগত৷'

advertisement

প্রসঙ্গত গত কয়েকদিন ধরেই তৃণমূলের প্রতি নমনীয় মনোভাব দেখিয়েছেন সিপিএম নেতারা৷ এমন কি ত্রিপুরায় তৃণমূলের উপরে হামলার ঘটনার কড়া নিন্দা করে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর তরফে বিবৃতি পর্যন্ত প্রকাশ করা হয়েছে৷ এমন কি, জাতীয় ক্ষেত্রের মতো ত্রিপুরায় বিজেপি-কে সরাতে তৃণমূল- সিপিএম সমঝোতা হবে কি না, সেই জল্পনাও শুরু হয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কিন্তু এই সমস্ত সমীকরণের মধ্যেও রাজ্যে নিজেদের বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে তৃণমূলের সঙ্গে কোনওরকম আপসে রাজি নন সিপিএম নেতারা৷ নির্বাচনী লড়াইয়ে বিজেপি-তৃণমূলকে একই আসনে বসিয়ে পর্যুদস্ত হওয়ার পরেও রাজ্যের শাসক দলের প্রতি নিজেদের মনোভাব বদলে নারাজ সিপিএম৷ কিন্তু দলেরই রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য এবং সিটু-র রাজ্য সম্পাদক অনাদি সাহু বুঝিয়ে দিলেন, শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে এ রাজ্যেও তৃণমূলের হাত ধরতে আপত্তি নেই তাদের৷ ফলে সিপিএম- তৃণমূল দূরত্ব কমা নিয়ে যে চর্চা রাজনৈতিক মহলে শুরু হয়েছে, অনাদি সাহুর বক্তব্যে তা আরও জোরালো হল৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC||CPIM: তৃণমূলের শ্রমিক সংগঠনের সঙ্গে আন্দোলনে নামতে রাজি সিটু, রাজ্যেও কমছে দূরত্ব?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল