TRENDING:

Citizenship Amendment Act Protest: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মমতার নেতৃত্বে পথে তৃণমূল, বিক্ষোভ এসএফআইয়েরও

Last Updated:

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে সোমবার থেকে পথে নামছে তৃণমূল কংগ্রেস

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে সোমবার থেকে পথে নামছে তৃণমূল কংগ্রেস। শুক্রবারই মিছিলের কর্মসূচি জানিয়ে দেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতই, সোমবার বেলা একটা রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু হবে। মেয়ো রোডের গান্ধি মূর্তি হয়ে মিছিল যাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত। পরের দিন মঙ্গলবারও মিছিল করবে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দুপুরে যাদবপুর ৮বি থেকে গান্ধি মূর্তি পর্যন্ত মিছিল হবে। বুধবার মিছিল হবে হাওড়া ময়দান থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত ৷ এছাড়া রাজাবাজারে CAA বিরোধিতায় বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি রয়েছে SFI-এরও ৷
advertisement

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। কলকাতা থেকে জেলা, রবিবারও প্রতিবাদ মিছিল করল শাসক দল। মিছিল থেকে শান্তি বজায় রাখার বার্তা তৃণমূল নেতৃত্বের। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের রূপরেখা তৈরি করে দিয়েছেন তৃণমূল নেত্রী। কেন্দ্রের বিরুদ্ধে সোমবার থেকে রাস্তায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার থেকেই জেলায় জেলায় তৃণমূলের শান্তিপূর্ণ-প্রতিবাদ মিছিল।

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! দীপান্বিতা অমাবস্যায় জগন্নাথ-বড়মা মিলেমিশে একাকার
আরও দেখুন

CAA বিরোধিতায় আন্দোলনের নামে হিংসা। CAA-এর বিরোধিতায় গত শুক্রবার থেকে রাজ্যের নানা প্রান্ত উত্তপ্ত। রাজ্য জুড়ে বিক্ষিপ্ত অশান্তি ও হিংসার ঘটনায় উদ্বেলিত রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি জানতে চেয়ে রাজভবনে মুখ্যসচিব ও ডিজিকে তলব করলেন রাজ্যপাল ৷ আগামিকাল সকাল ১০ মুখ্যসচিব রাজীব সিনহা ও ডিজি বীরেন্দ্রকে রাজভবনে আসতে বলা হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Citizenship Amendment Act Protest: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মমতার নেতৃত্বে পথে তৃণমূল, বিক্ষোভ এসএফআইয়েরও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল