TRENDING:

CAA Protest: ‘আধার নেহি চলেগা, ভোটার নেহি চলেগা, তো কেয়া বিজেপি কা মাদুলি চলেগা? ’, নাগরিকত্ব বিল নিয়ে মমতা

Last Updated:

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সোমবার থেকেই শহরে প্রতিবাদ মিছিল চলছে ৷ এদিন হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল করে তৃণমূল ৷ প্রতিবাদ মঞ্চে ভাষণ রাখতে উঠে নেত্রীর নিশানায় ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নাগরিকত্ব আইন নিয়ে অমিত শাহকে তীব্র আক্রমণ তৃণমূল নেত্রীর ৷ গতকাল এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, আধার-ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় ৷ অমিত শাহের এহেন মন্তব্যকেই হাতিয়ার করে নাগরিকত্ব আইনের প্রতিবাদ মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, ‘আধার নেহি চলেগা ৷ ভোটার নেহি চলেগা তো কেয়া বিজেপি কা মাদুলি চলেগা? অর্থাৎ আধারেও হবে না, ভোটারেও হবে না, তাহলে কি বিজেপির মাদুলিতে নাগরিকত্ব প্রমাণ হবে?’ ৷
advertisement

নাগরিকত্ব আইন ও এনআরসি বিরোধিতায় কেন্দ্রের বিরুদ্ধে টানা আন্দোলনে নেমেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সোমবার থেকেই শহরে প্রতিবাদ মিছিল চলছে ৷ এদিন হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল করে তৃণমূল ৷ প্রতিবাদ মঞ্চে ভাষণ রাখতে উঠে নেত্রীর নিশানায় ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বলেন, ‘দেশে আগুন জ্বালাবেন না৷ আগুন নেভান স্বরাষ্ট্রমন্ত্রী ৷ আধারের জন্য এত টাকা খরচ কেন? এখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আধারে হবে না ৷ আধারে হবে না, ভোটার কার্ডে হবে না ৷ তাহলে কীসে হবে?’

advertisement

এখানেই শেষ নয়, কেন্দ্রকে আক্রমণ করে মমতার কটাক্ষ, ‘আমরা শান্তিতে কাজ করব ৷ আগুন জ্বালানো সহজ, নেভানো কঠিন ৷ CAA আর NRC ললিপপ ৷ ফেক টাকায় ফেক ভিডিও ৷ ফেক ভিডিও বিশ্বাস করবেন না ৷ প্রতিবাদ করলেই দেশদ্রোহী ৷ সহ্যের একটা সীমা আছে ৷ স্টেশন দেখতে হলে দিল্লি যান ৷ মানবিকতার ওপর আঘাত আনতে দেব না ৷’ প্রতিবাদ মিছিল থেকে একটাই বার্তা নেত্রীর মুখে, তাঁর মুখ্যমন্ত্রিত্বে রাজ্যে কিছুতেই CAA ও NRC লাগু করতে দেবেন না ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নাগরিকত্ব আইন ও এনআরসি বিরোধিতা। বিজেপির মেরুকরণ কৌশলের মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা এই দুই নীতি।  রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাজ্যে একুশের লড়াইয়ে দুটিই অন্যতম ফ্যাক্টর হতে চলেছে।  আর তাই এই দুই ইস্যু থেকে সরছেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলা খবর/ খবর/কলকাতা/
CAA Protest: ‘আধার নেহি চলেগা, ভোটার নেহি চলেগা, তো কেয়া বিজেপি কা মাদুলি চলেগা? ’, নাগরিকত্ব বিল নিয়ে মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল