TRENDING:

বাংলার পুরভোটে TMC-BJP দুই দলই লড়বে একই অস্ত্রে

Last Updated:

রাজ্যের পুরভোটগুলিতেও এবার তাই CAA-NRC-কেই অস্ত্র করতে চাইছে রাজ্যের শাসক দল। পাল্টা পদ্ম শিবিরেরও অস্ত্র সেই CAA-ই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এনআরসি ইস্যুতে উপনির্বাচনে পদ্মশিবিরকে পাঁকে ফেলেছে তৃণমূল। রাজ্যের পুরভোটগুলিতেও এবার তাই CAA-NRC-কেই অস্ত্র করতে চাইছে রাজ্যের শাসক দল। পাল্টা পদ্ম শিবিরেরও অস্ত্র সেই CAA-ই। তৃণমূল বিপক্ষে, আর বিজেপি CAA-র পক্ষে।
advertisement

তৃণমূল বনাম বিজেপি। দুই দলেরই অস্ত্র সিএএ। এ বছরই, কলকাতা সহ রাজ্যের শতাধিক পুরসভায় ভোট হওয়ার কথা। এই ভোটেও দুই দল সিএএকেই হাতিয়ার করতে চাইছে। নাগরিকত্ব আইনের প্রতিবাদে লাগাতার পথে নেমে প্রতিবাদ করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেঁধে দিয়েছেন প্রচারের সুর। সেই সুরই পুরভোটের আগে সপ্তমে নিয়ে যেতে চায় তৃণমূল।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সম্প্রতি, এ রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির। এনআরএসি হয়ে ওঠে পদ্মের কাঁটা। এই পরিস্থিতিতে এবার সিএএকে হাতিয়ার করতে চাইছে বিজেপিও। সিএএ অস্ত্রেই তারা তৃণমূলকে জবাব দিতে চায়।  একদিকে তৃণমূলের সিএএর বিরুদ্ধে প্রতিবাদ। অন্যদিকে, বিজেপির সিএএ-র পক্ষে প্রচার। পুরভোটের প্রচারে সিএএ অস্ত্রেই শান দিতে চাইছে তৃণমূল-বিজেপি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বাংলার পুরভোটে TMC-BJP দুই দলই লড়বে একই অস্ত্রে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল