নাগরিকত্ব আইনের প্রতিবাদে আজও অবরোধে ট্রেন চলাচল ব্যাহত। মুর্শিদাবাদের পোড়াডাঙা স্টেশনে অবরোধ। লালগোলা-কৃষ্ণনগর ট্রেন চলাচল ব্যাহত। হাড়োয়া রোড স্টেশনেও অবরোধ। শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল বন্ধ।
রাজ্যের বিভিন্ন জায়গার মত অবরোধ বীরভূমের মুরারই স্টেশনে। অবরোধ কর্মসূচীর ফলে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে বেশ কয়েকটি ট্রেন। যার মধ্যে রয়েছে এমজিপি শতাব্দী এক্সপ্রেস ও রামপুরহাট বামদেব প্যাসেঞ্জার। অবরোধের ফলে চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। ঘটনাস্থলে জিআরপি ও আরপিএফ থাকলেও বিক্ষোভ এখনও চলছে।
advertisement
বেলডাঙা স্টেশনে আগুন এখনএ নেভেনি। বিভিন্ন জায়গাতেই এখনও আগুন জ্বলছে। রেলের ট্র্যাক ভেঙে দিয়েছে বিক্ষোভকারীরা।
নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ। হাওড়ার সলপে জাতীয় সড়ক অবরোধ। ৬ নং জাতীয় সড়কে অবরোধ-বিক্ষোভ। জাতীয় সড়কে অবরোধে যান চলাচল ব্যাহত। হাওড়ার সাঁকরাইলে রেল অবরোধ। আটকে বেশ কয়েকটি লোকাল ট্রেন। কোনা এক্সপ্রেসওয়েতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ।
আমডাঙা, কাঁকিনাড়া রোডে বিক্ষোভ। টায়ার ও গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ ৩৪ নম্বর জাতীয় সড়কে ।
হলদিয়া-পাঁশকুড়া শাখায় কেশবপুর স্টেশনে অবরোধ তৃণমূলের।
টাকি রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ গোলাবাড়ি ও ঘোষপাড়া মোড়ে।
সুতিতে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ। সুতির সাজুর মোড়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভে সামিল হয় মানুষ।
নাগরিকত্ব আইনের প্রতিবাদে ওভারহেডে কলাপাতা ফেলে বিক্ষোভ লক্ষ্মীকান্তপুর-নিশ্চিন্দাপুরের মাঝে। ঘণ্টাখানেক পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
নাগরিকত্ব আইন ও এনআরসির বিরোধীতায় সরব পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বোষ্টমমোর ও হেতাশোলের মানুষ। আজ সকাল থেকে টায়ার জ্বালিয়ে রাস্তা আবরোধ করে বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশি বাহিনী। যদিও আবরোধ তুলে নিতে নারাজ বাসিন্দারা।