TRENDING:

CISF at RG Kar: আরজি করে সিআইএসএফ-এর ডিজি! নিরাপত্তা নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা, কবে থেকে হাসপাতালে আধা সেনা?

Last Updated:

এ দিন সকাল ৯টা নাগাদই আরজি কর হাসপাতাল চত্বরে আধিকারিকদের নিয়ে পৌঁছে যান সিআইএসএফ-এর ডিজি প্রতাপ সিং৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বুধবার সকালেই আরজি কর হাসপাতালে পৌঁছল সিআইএসএফ৷ গতকালই সুপ্রিম কোর্ট আরজি করের নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফকে মোতায়েন করার নির্দেশ দিয়েছিল৷
পুলিশের সঙ্গে আলোচনায় সিআইএসএফ-এর ডিজি কুমার প্রতাপ সিং৷
পুলিশের সঙ্গে আলোচনায় সিআইএসএফ-এর ডিজি কুমার প্রতাপ সিং৷
advertisement

এ দিন সকাল ৯টা নাগাদই আরজি কর হাসপাতাল চত্বরে আধিকারিকদের নিয়ে পৌঁছে যান সিআইএসএফ-এর ডিজি কুমার প্রতাপ সিং৷ হাসপাতালে পৌঁছেই কলকাতা পুলিশের কমব্যাট ফোপ্সের ডিসি কানোয়ার ভূষণের সঙ্গে কথা বলেন তিনি৷ এর পর স্বাস্থ্য দফতরের আধিকারিক দ্বৈপায়ন ঘোষের সঙ্গেও আলোচনা করেন সিআইএসএফ কর্তা৷

আরও পড়ুন: মিমি চক্রবর্তীকে ধর্ষণের হুমকি, কলকাতা পুলিশের নজরে আনলেন অভিনেত্রী নিজেই

advertisement

আলোচনা করার পাশাপাশি হাসপাতালের বিভিন্ন অংশও ঘুরে দেখেন সিআইএসএফ কর্তা৷ হাসপাতালের কোথায় নিরাপত্তার জন্য কতজন জওয়ান প্রয়োজন, প্রাথমিক ভাবে সেই হিসেব করে নেন সিআইএসএফ আধিকারিকরা৷ হাসপাতালের কোথায় কটি গেট রয়েছে, কতগুলি বিভাগ রয়েছে, তা নিয়েও আলোচনা সেরে নেন তাঁরা৷ হাসপাতালের কোন অংশে নিরাপত্তা বাড়ানোর প্রয়োজন, তাও খতিয়ে দেখেন সিআইএসএফ আধিকারিকরা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

তবে হাসপাতাল পরিদর্শন করে বেরিয়ে যাওয়ার সময় সিআইএসএফ কর্তা কোনও মন্তব্য করতে চাননি৷ তিনি শুধু বলেন, ‘আমাদের কাজটা আমাদের করতে দিন৷’

বাংলা খবর/ খবর/কলকাতা/
CISF at RG Kar: আরজি করে সিআইএসএফ-এর ডিজি! নিরাপত্তা নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা, কবে থেকে হাসপাতালে আধা সেনা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল