তৎকালীন দুই নিরাপত্তারক্ষীকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তিন জনের বয়ান রেকর্ড করে সিআইডি। কাঁথি থানার প্রাক্তন আইসির বয়ানে অসঙ্গতি থাকায় ফের তাঁকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সময়ে যারা অন্য ভিআইপিদের নিরাপত্তারক্ষী ছিলেন সেই আট জন নিরাপত্তারক্ষী, যারা বর্তমানে কনস্টেবল, তাঁদেরকেও ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। সিআইডি সুত্রে খবর, কাঁথি থানার প্রাক্তন আইসির থেকে জানতে চাওয়া হয়, ২০১৮ সালের ১৩ অক্টোবর শুভব্রত চক্রবর্তী গুলিবিদ্ধ হওয়ার পর আইসি হিসাবে তিনি গিয়ে কী পরিস্থিতি দেখলেন? কখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল? সেই সময় কে বা কারা পুলিশকে খবর দেয়? কোনো লিখিত ডকুমেন্টস পেয়েছিলো কিনা? মৃতের পরিবারকে কখন খবর দেওয়া হয়?
advertisement
বৃহস্পতিবার আট জন তৎকালীন নিরাপত্তারক্ষীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় ভবানী ভবনে। তাদের বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হবে কাঁথি থানার প্রাক্তন আইসির বয়ান। রেকর্ড করা হয় প্রত্যেকের বয়ান। প্রসঙ্গত, ২০১৮ সালে ১৩ অক্টোবর গুলিবিদ্ধ হন শুভব্রত। ১৪ অক্টোবর কলকাতায় বাইপাসের ধারে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। সেই ঘটনায় ২০২১ সালে ৭ জুলাই কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন মৃতের স্ত্রী। সেই ঘটনায় (302 IPC ) খুন ও (120b IPC) ষড়যন্ত্র মামলা রুজু হয়। সেই খুনের মামলা তদন্ত ভার নেয় সিআইডি। এবার কাঁথিতে শুভব্রত খুনের মামলায় তৎকালীন কাঁথি থানার আইসি সহ মোট ৯ জনকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করার সম্ভবনা সিআইডির।