অভিযোগ, গত বছর ফোনে বছর ২৪ ওই মহিলার সঙ্গে বন্ধুত্ব হয় সাদ্দাম নামে এক ব্যক্তির। ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সাদ্দাম ওই মহিলাকে বিয়ের ও সুন্দর জীবনের প্রতিশ্রুতি দেয় বলেও অভিযোগ। প্রেমে পড়ে নিজের চার বছরের মেয়েকে নিয়ে সাদ্দামের কাছে যায়। এরপর সাদ্দাম ওই মহিলা এবং তার ৪ বছর মেয়েকে দিল্লিতে পাচার করে দেয়। নির্যাতিতা মহিলাকে বিক্রি করে পতিতাবৃত্তি করতে বাধ্য করা হয়।
advertisement
পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয় পুলিশে। বেশ কিছু সময় ধরে তদন্ত চালিয়ে প্রথমে দিল্লি থেকে ওই মহিলা ও তার কন্যা সন্তানকে উদ্ধার করা হয়। তবে কাওকে গ্রেফতার করা যায়নি। পরে ঘটনার তদন্তভার যায় সিআইডির হাতে। এরপর ডিজিটাল এভিডেন্ড ও সোর্স ইনফরমেশন মারফত ২ জনকে গ্রেফতার করে রাজ্য পুলিশের সিআইডি। ধৃতদের নাম সামসুল সেখ সাদ্দাম এবং আবাদুল্লা মন্ডল। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
অর্পিতা হাজরা