TRENDING:

রবিবারেই বড়দিনের আনন্দে গা ভাসিয়েছে তিলোত্তমা, শহর জুড়ে কড়া নিরাপত্তা

Last Updated:

শীত পড়ুক আর নাই বা পড়ুক আসছে বড়দিন ৷ ক্রিসমাস ইভের সন্ধেয় মায়াবী আলোর চাদরে নিজেকে মুড়ে ফেলার আগেই তিলোত্তমা মেতেছে বড়দিনের আনন্দে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শীত পড়ুক আর নাই বা পড়ুক আসছে বড়দিন ৷ ক্রিসমাস ইভের সন্ধেয় মায়াবী আলোর চাদরে নিজেকে মুড়ে ফেলার আগেই তিলোত্তমা মেতেছে বড়দিনের আনন্দে ৷ পৌষালী শীতের কামড় বড়দিনে অধরা থাকলেও সকাল থেকে শহরে শুরু বড়দিনের প্রস্তুতি ৷
advertisement

সপ্তাহের শেষদিন এবার বড়দিন ৷ সপ্তাহান্তে রবিবারের ছুটির দিনে ক্রিসমাসের আগাম পড়ে পাওয়া চোদ্দ আনা আনন্দ উপভোগ করতে সকাল থেকেই চিড়িয়াখানা, চার্চ, নিকোপার্ক, পার্কস্ট্রিট ও ইকোপার্কের মতো জায়গায় ভিড় জমিয়েছেন সকলে ৷ সে ভিড়ে উচ্ছল ষোড়শী ও হতবাক আটের খুদের পাশাপাশি যোগ দিয়েছেন প্রৌঢ় ও প্রৌঢ়ারা ৷

বড়দিনের এক সপ্তাহ আগে থেকেই সেজে উঠেছে পার্কস্ট্রীট, বো-ব্যারাক, ক্যাথিড্রাল, ব্যান্ডেল চার্চ ৷ সন্ধে নামতেই গির্জার ঘন্টাধ্বনীর সঙ্গে কেক খেয়ে সেলিব্রেশনে মাতবে বাঙালি। গোটা কলকাতায় তাই উৎসবের আবহ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রত্যেকটি ক্লাব, ডিস্ক, হোটেলে সিসিটিভি জরুরী ৷ বিভিন্ন চার্চ, শপিং মল, হোটেল ও ক্লাবের নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
রবিবারেই বড়দিনের আনন্দে গা ভাসিয়েছে তিলোত্তমা, শহর জুড়ে কড়া নিরাপত্তা