সূত্রের খবর অনুযায়ী, শনিবার রাতে চিংড়িহাটার বাসন্তী দেবী কলোনি এলাকায় সাহেব আলি সরদার নামের এক যুবকের খুনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।
আরও পড়ুন: বাতিল করা হল একাধিক ট্রেন! কিছু ট্রেনের বদলানো হল সময়, বাইরে বেরোনোর আগে অবশ্যই জেনে নিন
জানা গিয়েছে, সাহেব আলি নামের ওই যুবকের গলায় কাঁচি চালিয়ে খুন করে অভিযুক্ত । খুনের পরেই জনতার রোষানলের মুখে পড়ে অভিযুক্ত ব্যক্তি। খুনের সন্দেহে অভিযুক্ত যুবককে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। এই খুনের কাণ্ডে মোক্তার নামে মৃতের এক আত্মীয় আহত হয়েছেন বলেও জানা যায়।
advertisement
ঘটনাস্থলে পৌঁছেছেন মন্ত্রী সুজিত বসু। তিনি ঘটনায় আহত ব্যক্তি মোক্তারের সঙ্গে কথা বলেন। খুনের কারণ হিসেবে মোক্তার জানান সাহেবের কাছে গতকাল পাঁচশো টাকা চেয়েছিলেন ওই অভিযুক্ত। তবে সাহেব সেই টাকা না দেওয়ায় তাঁকে খুন করেন ওই ব্যক্তি।
খুনের কারণ হিসেবে অন্য বেশ কয়েকটি সম্ভাবনাও উঠে এসেছে। স্থানীয় সূত্রে খবর, মদের আসরে গোলমালের জেরে যুবকের গলায় কোপ বসায় অভিযুক্ত। স্থানীয় সূত্রে এও জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের সঙ্গে পুজোর ভাসান নিয়ে বচসা বাধে মৃত যুবকের। তার জেরেই খুন। খুনের কারণ-সহ অন্যান্য বিষয় খতিয়ে দেখছে পুলিশ।