মামলায় রাজ্যের তরফে সওয়ালে বলা হয়, সাবওয়ের কাজ না হলে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। তাতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মন্তব্য করেন, “কোনও না কোনও দিন তো কাজ করতে হবে, সেদিন তো যান নিয়ন্ত্রণ করতেই হবে।”
advertisement
আদালতে অ্যাডভোকেট জেনারেল দাবি করেন, গতকাল, বুধবার এই ইস্যুতে কেন্দ্র, রাজ্য এবং RVNL আধিকারিকদের মধ্যে একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে কেন্দ্র RVNL-কে বলেছে যে রাজ্য যা চাইছে সেটা আগে করতে হবে।
advertisement
অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, এই মামলায় আবার বৈঠক হলে আমি উপস্থিত থাকব। অন্যদিকে আদালতের তরফে বিচারপতির রাজ্যকে পরামর্শ, “জট খোলা মনে আলোচনায় বসুন, সমাধান সূত্র বেরোবে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 11, 2025 8:01 PM IST
