তদন্তে সিআইডির অনুমান, বিভিন্ন দুঃস্থ মহিলাদের জোগাড় করে তাদের সারোগেট মাদার হিসেবে ব্যবহার করা হত এবং পরে সেই শিশু বিক্রি করা হত। ধৃত মানিক এই কাজের সঙ্গে পাঁচ বছর ধরে যুক্ত। তার স্ত্রী মুকলও কাজ করতেন আইভিএফ সেন্টারে।
advertisement
প্রসঙ্গত, গত রবিবার বোটানিক্যাল গার্ডেন থানা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃরাজ্য শিশু পাচার চক্রের দু’জনকে গ্রেফতার করে সিআইডি। রবিবার সকালে শালিমার স্টেশনের বাইরে অভিযান চালায় সিআইডির অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট। দু-দিনের এক কন্যা সন্তানকে উদ্ধার করে সিআইডি। মানিক হালদার ও মুকুল সরকার নামে দু’জনকে গ্রেফতার করা হয়। মুকুল, মানিক সরকারের স্ত্রী বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন: পাশে পড়ে রয়েছে মাথা, হাত, পা, চোখ… ময়লার ভ্যাটে দেহ! বারাসত মেডিকেল কলেজে হাড়হিম দৃশ্য
CWC-এর আধিকারিকরা এবং বাচ্চা বাঁচাও আন্দোলনের (এনজিও) সদস্যরা পুরো অভিযানে ও শিশুটিকে উদ্ধারের সময় সিআইডির টিমের সঙ্গে সহায়তা করে। দুই অভিযুক্তকে বি গার্ডেন পিএস-এ ক্যাম্প নিয়ে যাওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।