২৫ মার্চ , ২০১৮
রামনবমীর মিছিলে অস্ত্র হাতে আস্ফালন। ছাড় ছিল না শিশুদেরও। পুরুলিয়ায় রামনবমীতে বজরং দলের মিছিলে তলোয়ার উঁচিয়ে শিশুদের ছবি ধরা পড়ে। পরের দিন অর্থাৎ ছাব্বিশে মার্চ বজরং দলকে নোটিস পাঠায় শিশু সুরক্ষা কমিশন। ১২ এপ্রিল তাদের কমিশনে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার কমিশনে হাজিরা দেন পুরুলিয়ায় বজরং দলের আহ্বায়ক সূরজ শর্মা ও সহ-সংযোজক গৌরব সিং। ঘণ্টাখানেক শুনানি চলে। কমিশনের চাপে বজরং দলের দুই সদস্য লিখিত ভাবে জানিয়েছেন, অস্ত্র হাতে শিশুদের মিছিল কোনও ভাবেই সমর্থনযোগ্য নয়।
advertisement
- আগামী বছর থেকে রামনবমীর মিছিলের আগে বিশেষ ব্যবস্থা
- মিছিলে শিশুদের অস্ত্র হাতে দেখা যাবে না
- এই ধরনের ঘটনা ঘটলে দায়বদ্ধ থাকবে বজরং দল
- প্রয়োজনে প্যামফ্লেট বিলি করে প্রচার
বাইট- অন্যন্যা চক্রবর্তী, চেয়ারপার্সন, শিশু সুরক্ষা কমিশন
বজরং দলের সদস্যদের অভিযোগ, চক্রান্ত করে শিশুদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে। তবে সে অভিযোগ মানছে না কমিশন।
কমিশনের চাপে পড়ে দেওয়া প্রতিশ্রুতি বজরং দল পালন করে কিনা, ভবিষ্যতই তার উত্তর দেবে।