আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৫ জেলায় আসছে প্রবল বৃষ্টি! সঙ্গে বজ্রপাতে কাঁপবে এলাকা
পাশাপাশি রবিবারের বৈঠকে একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। যার মধ্যে রয়েছে, ডিভিসি কত পরিমাণ জল ছাড়ছে তা নজর রাখতে হবে জলমগ্ন এলাকা গুলিতে ত্রাণ বিলি করতে হবে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে ৫ হাজার ত্রিপল বিলি করা হয়েছে। সেই সঙ্গে যে বাড়িগুলি ভেঙে পড়েছে, জেলাশাসকদের সেগুলির বাসিন্দাদের অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন রাজ্যের মুখ্যসচিব।
advertisement
আরও পড়ুন: টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ সিবিআইয়ের
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে একাধিক এলাকায়। বিদ্যুৎপৃষ্ট হয়ে যাতে কোন দুর্ঘটনা না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেন মুখ্যসচিব। কোন কোন এলাকায় জল বাড়ছে তা নিয়ে প্রতিনিয়ত রিপোর্ট দিতে হবে নবান্নকে, এই সিদ্ধান্তও নেওয়া হয়েছে। যেখানে যেখানে জল জমছে সেখানে পাম্প ব্যবহার করে দ্রুত জল বার করার নির্দেশ দেন মুখ্যসচিব মনোজ পন্থ। রবিবার বিকেল ৫টা থেকে নবান্নে জেলাশাসকদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব।