অতীতের থেকে শিক্ষা নিয়ে এবার থেকে বৃষ্টি, বন্যা ও ঝড়ের আগাম প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী সম্প্রতি এক বৈঠকে নির্দেশ দিয়েছিলেন, ঝড়-বৃষ্টি বন্যার আগাম প্রস্তুতি রাজ্যকে নিয়ে রাখতে হবে। তার জেরেই রাজ্য প্রশাসনের এই জরুরি তৎপরতা বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন: আর অপেক্ষা নয়, অবশেষে রাজীব বন্দ্যোপাধ্যায়কে গুরুদায়িত্ব দিল তৃণমূল!
advertisement
এদিকে, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার বন্যা পরিস্থিতির আগাম সতর্কতা এ বছর সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও জেলার বাসিন্দাদের কাছে দ্রুত পৌঁছে যাবে বলে জানা গিয়েছে। জেলা প্রশাসন বন্যা, ভারী বৃষ্টি, নদীতে বিভিন্ন সতর্কতা থাকলে তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দ্রুত ছড়িয়ে দেবে। জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের আধিকারিকরাও আগাম সতর্ক হয়ে পরিস্থিতি মোকাবিলায় দ্রুত প্রস্তুতি নিতে পারবেন। বন্যা পরিস্থিতি মোকাবিলা নিয়ে আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্রকুমার মিনা জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের আধিকারিকদের নিয়ে সম্প্রতি বৈঠক করেন।
আরও পড়ুন: আসছে কালবৈশাখী? অবশেষে দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি? স্বস্তির খবর দিল হাওয়া অফিস!
জেলা শাসক জানান, বর্ষার আগে জেলা প্রশাসনের তরফে কন্ট্রোল রুম চালু করা হবে। ভুটান পাহাড়ে ভারী বৃষ্টি হলে ওয়াটার কমিশন সেই রিপোর্ট জেলাশাসকের কাছে পাঠাবেন। এছাড়াও রাজ্য থেকে আবহাওয়া সংক্রান্ত নানা তথ্য জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়। ফলে বর্ষায়ে যে কোনও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় প্রশাসনের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগকে সতর্ক করতে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগানো হবে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রশাসনের আধিকারিক, কর্মীদের পাশাপাশি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কাছেও যে কোনও সতর্কতা সম্পর্কিত তথ্য দ্রুত শেয়ার করা হবে বলে জানান জেলা শাসক।