TRENDING:

'ঝড় নিয়ে রাজনীতি করবেন না, দুর্গতদের পাশে দাঁড়ান,' প্রশাসনিক বৈঠকের পর বার্তা মমতার

Last Updated:

মুখ্যমন্ত্রী বলেন, 'বুলবুলে ৯ জনের মৃত্যু হয়েছে৷ বিধ্বস্ত এলাকায় যাবে কেন্দ্রীয় দল৷ আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন৷ আমাদের সতর্কতার জেরে অনেক মৃত্যু এড়ানো গিয়েছে৷ ১৫ লক্ষ হেক্টর জমির চাষের ক্ষতি হয়েছে৷ দুর্গত এলাকায় পরীক্ষা পিছোন হয়েছে৷'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ঝড় নিয়ে রাজনীতি করবেন না৷ সব দফতরকে নিয়ে মিলে কাজ করতে হবে৷ সবাই যেন ত্রাণ পায়, তা দেখতে হবে৷ বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ এলাকা ও মানুষদের ত্রাণ প্রসঙ্গে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুলবুলের জেরে বড় ধনের ক্ষতি হয়েছে বলেও জানান তিনি৷
advertisement

মুখ্যমন্ত্রী বলেন, 'বুলবুলে ৯ জনের মৃত্যু হয়েছে৷ বিধ্বস্ত এলাকায় যাবে কেন্দ্রীয় দল৷ আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন৷ আমাদের সতর্কতার জেরে অনেক মৃত্যু এড়ানো গিয়েছে৷ ১৫ লক্ষ হেক্টর জমির চাষের ক্ষতি হয়েছে৷ দুর্গত এলাকায় পরীক্ষা পিছোন হয়েছে৷' এরপরই ঝড় নিয়ে রাজনীতির অভিযোগ তুলে মমতা বলেন, 'পাশে না-দাঁড়িয়ে অনেকে ভাঙচুর করছে৷ রাজনৈতিক বিতর্ক তৈরির চেষ্টা করছে৷ সব কিছু ভুলে সবাই মিলে কাজ করতে হবে এই সময়৷'

advertisement

পাশাপাশি মমতা জানান, রাজ্যের আয় বেড়েছে৷ কিন্তু কেন্দ্রের কাছে ১৭ হাজার কোটি টাকা বকেয়া৷ রাজ্যের বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র৷ বাংলার মতো ভুগছে অন্য রাজ্যও৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
'ঝড় নিয়ে রাজনীতি করবেন না, দুর্গতদের পাশে দাঁড়ান,' প্রশাসনিক বৈঠকের পর বার্তা মমতার