তিন জেলায় সাড়ে ছ'ঘণ্টার তাণ্ডব। রাজ্যে বুলবুলের বলি ৮। শুধু বসিরহাটেই ৫ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে মৃত ৩। ক্ষতিগ্রস্ত সাড়ে ৪ লক্ষেরও বেশি মানুষ। ভেঙেছে ৬০ হাজার বাড়ি। জমিতেই নষ্ট ফসল। ক্ষয়ক্ষতি দেখতে উড়ল ড্রোন।
বুলবুলের তাণ্ডবে ক্ষয়ক্ষতি আকাশপথে ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এরপর কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷
advertisement
এদিন মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন ৷ তিনি বলেন,‘৫-৬ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ ঝড়ে ২ লক্ষ বাড়ি ক্ষতিগ্রস্ত ৷ উত্তর ২৪ পরগনায় ৫ জনের মৃত্যু হয়েছে ৷ পূর্ব মেদিনীপুরেও একজনের মৃত্যু হয়েছে ৷ দঃ ২৪ পরগনায় ঝড়ে একজনের মৃত্যু হয়েছে ৷ ১ লক্ষ ৬৮ হাজার মানুষকে সরানো হয়েছে’ ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 11, 2019 2:06 PM IST