TRENDING:

Election Commission: SIR নিয়ে চর্চার মাঝেই রাজ্যের মুখ্য নির্বাচনীয় আধিকারিককে ডেকে পাঠাল জাতীয় নির্বাচন কমিশন! কী নিয়ে হবে আলোচনা?

Last Updated:

Election Commission: স্পেশাল ইনটেন্সিভ রিভিশন বা সার (SIR) নিয়ে চর্চার মাঝেই রাজ্যের মুখ্য নির্বাচনীয় আধিকারিকদের ডেকে পাঠাল জাতীয় নির্বাচন কমিশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: স্পেশাল ইনটেন্সিভ রিভিশন বা সার (SIR) নিয়ে চর্চার মাঝেই রাজ্যের মুখ্য নির্বাচনীয় আধিকারিকদের ডেকে পাঠাল জাতীয় নির্বাচন কমিশন। আগামী ১০ সেপ্টেম্বর ডেকে পাঠানো হল এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকে। সূত্রের খবর, স্পেশাল ইনটেনসিভ রিভিশন এর প্রস্তুতি এবং বিহারে কীভাবে স্পেশাল ইনটেনসিভ ডিভিশন কার্যকরী হয়েছে তা নিয়ে আলোচনা করবেন দেশের চিফ ইলেকশন কমিশনার। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে ডেকে পাঠানো হল।
SIR নিয়ে চর্চার মাঝেই রাজ্যের মুখ্য নির্বাচনীয় আধিকারিককে ডেকে পাঠাল জাতীয় নির্বাচন কমিশন! কী নিয়ে হবে আলোচনা?   ফাইল ছবি৷
SIR নিয়ে চর্চার মাঝেই রাজ্যের মুখ্য নির্বাচনীয় আধিকারিককে ডেকে পাঠাল জাতীয় নির্বাচন কমিশন! কী নিয়ে হবে আলোচনা? ফাইল ছবি৷
advertisement

প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। সেই চিঠিতে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) ও অ্যাসিস্ট্যান্ট ইলেক্ট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO) নিয়োগের কথা ছিল।

আরও পড়ুন: ট্রেনের ওয়েটিং টিকিট হয়ে যাবে দ্রুত ‘কনফার্ম’? টিকিট কাটার সময় করতে হবে…৯৯% লোকজনই জানেন না এই ট্রিক

advertisement

আরও পড়ুন: সবাই পরেন, বলুন তো T Shirt-এর T-এর মানে কী? A, B, C কেউ নয়, কেন T এল ‘শার্টের’ আগে? আসল অর্থ জানলে বিশ্বাই হবে না, ৯৯% লোকজনই ডাহা ভুল উত্তর দিয়েছেন

বিধানসভা ভিত্তিক ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) ও অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিকাল রেজিস্ট্রেশন অফিসার (AERO)নিয়োগ করার জন্য বারবার বলছে জাতীয় নির্বাচন কমিশন। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করতে হবে। ২৯ তারিখের মধ্যে দিতে হবে কমপ্লায়েন্স রিপোর্ট। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Election Commission: SIR নিয়ে চর্চার মাঝেই রাজ্যের মুখ্য নির্বাচনীয় আধিকারিককে ডেকে পাঠাল জাতীয় নির্বাচন কমিশন! কী নিয়ে হবে আলোচনা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল