TRENDING:

শর্তসাপেক্ষে এবছর ছট পুজোর অনুমতি রবীন্দ্র সরোবরে

Last Updated:

কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট বা কেআইটি-র আবেদনে সায় দিয়ে ১৫ টি শর্তে পুজোয় অনুমতি দেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  সব জল্পনার অবসান ! শর্তসাপেক্ষে রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমতি দিল গ্রিন ট্রাইব্যুনাল ৷ কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট বা কেআইটি-র আবেদনে সায় দিয়ে ১৫ টি শর্তে পুজোয় অনুমতি দেওয়া হয়েছে। তবে শুধু এবছরের জন্যই  রবীন্দ্র সরোবরে পুজোয় অনুমতি দেওয়া হয়েছে।
advertisement

মঙ্গলবারই রবীন্দ্র সরোবরে ছটপুজো করা যাবে না বলে জানিয়েছিল জাতীয় পরিবেশ আদালত। সরোবরে ফুল, বেলপাতা, পুজো সামগ্রী ফেলা যাবে না বলে জানিয়েছিল আদালত।  গ্রিন ট্রাইব্যুনালে এস পি ওয়াংদি ও বিশেষজ্ঞ সদস্য পি সি মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, সরোবর চত্ত্বরের কোনও অংশেই কোনও অনুষ্ঠান করা যাবে না। ফাটানো যাবে না বাজিও। সরোবর থেকে তিন ফুট দূরে বাঁশের ব্যারিকেডের মধ্যে ফেলতে হবে পুজোর সামগ্রী। পরিবেশকর্মী সুভাষ দত্তের করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ দেয় গ্রিন বেঞ্চ। এরপর, সেই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করে কেআইটি। সংস্থার দাবি, ছট পুজোর আর বেশি দিন বাকি নেই। এমন সময়ে সরোবরে পুজো বন্ধ করে দিলে গোলমাল বাঁধতে পারে। তাই আপাতত এবছরের জন্য শর্তসাপেক্ষে সরোবরে পুজোর অনুমতি দিয়েছে আদালত ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/কলকাতা/
শর্তসাপেক্ষে এবছর ছট পুজোর অনুমতি রবীন্দ্র সরোবরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল