TRENDING:

Chhath Puja 2023: ছট পুজোয় নো এন্ট্রি! রবীন্দ্র সরোবরে ফের কড়াকড়ি, বাঁশ বসলো গেটে

Last Updated:

২০১৯ সালে নির্দেশ অমান্য করে কয়েকজন স্থানীয় পুণ্যার্থীরা পাঁচিল টপকে রবীন্দ্র সরোবরে প্রবেশ করেন এবং ছট পুজো করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পরিবেশ দূষণ ও লেকের জল দূষণের কথা মাথায় রেখে রবীন্দ্র সরোবরে ছট পুজো নিষিদ্ধ করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। গত কয়েক বছর ধরে রবীন্দ্র সরোবরে বন্ধ রয়েছে ছট পুজো। যদিও ২০১৯ সালে নির্দেশ অমান্য করে কয়েকজন স্থানীয় পুণ্যার্থীরা পাঁচিল টপকে রবীন্দ্র সরোবরে প্রবেশ করেন এবং ছট পুজো করেন।
ছট পুজোয় নো এন্ট্রি! রবীন্দ্র সরোবরে ফের কড়াকড়ি, বাঁশ বসলো গেটে
ছট পুজোয় নো এন্ট্রি! রবীন্দ্র সরোবরে ফের কড়াকড়ি, বাঁশ বসলো গেটে
advertisement

সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে তারপরেও বেশ কয়েকবছর কড়া ভূমিকায় জাতীয় সরোবর রক্ষা করতে দেখা গেছে প্রশাসনকে। এ বছরেও সরোবরের ১২টি গেট বাঁশ দিয়ে বন্ধ করে দিয়েছে কে এম ডি এ (KMDA)।

আরও পড়ুন: এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে এবার তৈরি হচ্ছে প্রথম তিন বেডের আইসিইউ

আগামীকাল এবং পরশু সম্পূর্ণ বন্ধ থাকবে সরোবর। সেই কথা উল্লেখ করে রবীন্দ্র সরোবরের পরিবর্তে শহরের কোন কোন ঘাটে ছট পুজো করা যাবে, তার তালিকাও টাঙিয়ে দেওয়া হবে সরোবরের গেটে।

advertisement

২০১৯ সালে নিষেধাজ্ঞা অমান্য করেই ব্যারিকেড ভেঙে রবীন্দ্র সরোবরে করা হয়েছিল ছট পুজো। পুজো শেষ হওয়ার পরের দিনই দেখা যায়, ব্যাপক ক্ষতি হয়েছে রবীন্দ্র সরোবরের জলের। পুজো শেষ হওয়ার অন্তত ১০ ঘণ্টা পরে জলের নমুনা নিয়ে পরীক্ষা করেছিলেন পরিবেশবিজ্ঞানীরা।

তাঁরা দেখেন, জলে অক্সিজেনের মাত্রা শুধু তলানিতে পৌঁছেছে তাই নয়, পাশাপশি তেল ও দূষিত গ্যাসের মাত্রা অনেকটাই বেড়েছে। সেই বছরেই রবীন্দ্র সরোবরের জলে অনেক প্রজাতির মাছ এবং বেশ কিছু কচ্ছপ মারা যায় শুধুমাত্র দূষণের কারণে।

advertisement

এই ঘটনার পর বেশ কয়েক বছর কড়াকড়ি বেড়েছে রবীন্দ্র সরোবরে। এবছর ও ছুটির আগাম প্রস্তুতি হিসেবে একদিকে যেমন শহরে কৃত্রিম জলাশয় নির্মাণের কাজ চালাচ্ছে প্রশাসন, ঠিক তার পাশাপশি কড়াকড়ির ছবি দেখা গেলো রবীন্দ্র সরোবরকে ঘিরে।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

শুধুমাত্র রবীন্দ্র সরোবরে ব্যারিকেড করাই নয়, আগামীকাল থেকে প্রতিটি গেটে পর্যাপ্ত পুলিশি প্রহরাও রাখা হবে। প্রশাসনের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশবিদরাও। জাতীয় সরোবরের তালিকা ভুক্ত রবীন্দ্র সরোবরকে রক্ষা করার স্বার্থে প্রত্যেকেরই সচেতনতা প্রয়োজন বলে মনে করছেন তারা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Chhath Puja 2023: ছট পুজোয় নো এন্ট্রি! রবীন্দ্র সরোবরে ফের কড়াকড়ি, বাঁশ বসলো গেটে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল