TRENDING:

Chhat Puja 2024: ছট পুজো উপলক্ষ্যে যাত্রী নিরাপত্তা তুঙ্গে, হাওড়া, শিয়ালদহ, কলকাতা স্টেশনে চলছে নজরদারি

Last Updated:

Chhat Puja 2024: একাধিক স্পেশাল ট্রেন চলাচল শুরু হতে চলেছে। স্টেশনে স্টেশনে টিকিটের লম্বা লাইন পড়ে এই সময়। যাত্রীদের এই চাহিদার কথা ভেবেই ১০, ১৭ ও ২৪ নভেম্বর হাওড়া-পটনা স্পেশাল ট্রেন চালানো হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ছট পুজো উপলক্ষে এবার একগুচ্ছ ট্রেন। ছটপুজোর সময়ে বিহারমুখী ট্রেনে ব্যাপক ভিড় হয়। ট্রেনগুলির মধ্যে অন্যতম হল হাওড়া-রক্সৌল স্পেশাল। মঙ্গলবার ছাড়াও ট্রেনটি হাওড়া থেকে আগামী ১১, ১৮ ও ২৫ নভেম্বর যাত্রা করবে। হাওড়া-হরিদ্বার স্পেশাল আগামী ৮ ও ১৫ নভেম্বর এই প্রান্ত থেকে ছাড়বে। পাহাড়ে যাওয়ার জন্য আগামী ৬ নভেম্বর হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে।
ছট পুজো উপলক্ষ্যে যাত্রী নিরাপত্তা তুঙ্গে
ছট পুজো উপলক্ষ্যে যাত্রী নিরাপত্তা তুঙ্গে
advertisement

স্টেশনে স্টেশনে টিকিটের লম্বা লাইন পড়ে এই সময়। যাত্রীদের এই চাহিদার কথা ভেবেই ১০, ১৭ ও ২৪ নভেম্বর হাওড়া-পটনা স্পেশাল ট্রেন চালানো হবে। এই ট্রেনটির বিশেষ পরিষেবা মিলবে ডিসেম্বরেও। সেই সূত্রে আগামী ১, ৮, ১৫, ২২, ২৯ ডিসেম্বর হাওড়া-পটনা রুটে এই স্পেশাল ট্রেন চলবে। ৭ নভেম্বর হাওড়া-জম্মু তাওয়াই স্পেশাল ট্রেনে সফর করতে পারবেন ইচ্ছুক যাত্রীরা।

advertisement

আরও পড়ুন: ‘আমি এতদিন চুপ ছিলাম…’ মুখ খুলেই এ কী বললেন সঞ্জয়! ১১ তারিখই ‘বড়’ বাঁক নিচ্ছে আরজি কর মামলা?

অন্যদিকে, এই সময়ে বহু বাঙালি পুরীতে বেড়াতে যান। তাঁদের কথা ভেবে আগামী ৭, ১৪, ২১ ও ২৮ নভেম্বর কলকাতা-পুরী রুটে স্পেশাল ট্রেন চালানো হবে। আগামী ৮, ১৫, ২২ ও ২৯ নভেম্বর হাওড়া-শিলচরের মধ্যে একটি স্পেশাল ট্রেন চলবে। কলকাতা স্টেশন থেকে পটনার মধ্যে চলবে আরও একটি স্পেশাল ট্রেন। আগামী ৫, ১২, ১৯ ও ২৬ নভেম্বর এই ট্রেন ওই রুটে চলাচল করবে। আজ, মঙ্গলবার থেকে শিয়ালদহ-গোরক্ষপুরের মধ্যে স্পেশাল ট্রেন পরিষেবা শুরু হচ্ছে। এছাড়াও ট্রেনটি আগামী ৯, ১১, ১৮, ২৩, ২৫, ২৬ ও ৩০ নভেম্বর চলবে।

advertisement

আরও পড়ুন: বিশ্বের কোন দেশে ‘একজনও’ ভারতীয় নেই বলুন তো…? ‘নাম’ শুনলেই চমকে যাবেন, সিওর!

অন্যদিকে, শিয়ালদহ-ভদোদরার মধ্যে আগামী ৫, ১২, ১৯ ও ২৬ নভেম্বর আরও একটি স্পেশাল ট্রেন চালানো হবে। এই ট্রেনগুলিতে সংরক্ষিত ও অসংরক্ষিত আসন থাকবে। বিশাল ভিড়ের সময় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পূর্ব রেলওয়ের রেলওয়ে প্রোটেকশন ফোর্স  ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করেছে। ভিড় সামলাতে এবং পদপৃষ্ঠ হওয়ার মতো পরিস্থিতি রোধ করতে প্ল্যাটফর্ম, ফুট-ওভার ব্রিজ এবং গুরুত্বপূর্ণ রেলস্টেশনে কৌশলগতভাবে অতিরিক্ত RPF কর্মীদের মোতায়েন করা হয়েছে।

advertisement

ইউনিফর্ম পরা অফিসারদের বর্ধিত উপস্থিতি যথাযথ ভিড় নিয়ন্ত্রণ নিশ্চিত করবে, বিশেষ করে হাওড়া, শিয়ালদহ, কলকাতা টার্মিনাল, আসানসোল, ভাগলপুর এবং মালদহ টাউনের মতো স্টেশনগুলিতে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রেখে নিরাপত্তা আরও বৃদ্ধি করবে রেল।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

RPF কর্মীরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ ট্রেনগুলিকেও এসকর্ট করবে, বিশেষ করে গভীর রাতে ভ্রমণকারী মহিলা এবং শিশুদের জন্য নেওয়া হবে বিশেষ ব্যবস্থা। যার জন্য স্টেশনগুলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। সেইসঙ্গে প্রশিক্ষিত কর্মীদের দ্বারা ক্রমাগত নজরদারি করা হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Chhat Puja 2024: ছট পুজো উপলক্ষ্যে যাত্রী নিরাপত্তা তুঙ্গে, হাওড়া, শিয়ালদহ, কলকাতা স্টেশনে চলছে নজরদারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল