TRENDING:

Chetla Agrani Puja: কলকাতার বিখ্যাত পুজো প্যান্ডেলে আগুন, বন্ধ করে দেওয়া হল মণ্ডপ! প্রবল ভিড় হয় এই প্যান্ডেলে! কোন পুজো জানেন?

Last Updated:

Chetla Agrani Puja: জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কলকাতার এই জনপ্রিয় মণ্ডপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেতলা অগ্রণীতে আগুন
চেতলা অগ্রণীতে আগুন
advertisement

কলকাতা: পুজোর আবহেই প্রবল বৃষ্টিতে বিপর্যয় নেমে এসেছিল কলকাতা শহরে। সেই ক্ষত এখনও শুকোয়নি বহু জায়গায়। তারই মধ্যে এবার কলকাতার বিখ্যাত পুজো চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন। আপাতত জন সাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছেন পুজো উদ্যোক্তারা। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, প্যান্ডেল শর্ট সার্কিট হয়ে যায় বৃহস্পতিবার। তার ফলেই আগুন লাগে মণ্ডপে।

advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ কলকাতার এই জনপ্রিয় মণ্ডপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর আড়াইটে নাগাদ এই ঘটনাটি ঘটেছে বলে খবর। স্থানীয় সূত্রে খবর, মণ্ডপের উপরের অংশে আগুন লাগে। সেই সময় প্যান্ডেলে আগুন নেভানোর যন্ত্র দিয়েই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর দমকলের ২টি ইঞ্জিনও ঘটনাস্থলে চলে আসে।

আরও পড়ুন: পুজোর আগেই বঙ্গ বিজেপির বড় চমক! ভোটের বড় দায়িত্ব পেলেন দুই নেতা! ঘোষণা হল দিল্লি থেকে! কোন দুই নেতা জানেন? শুনে চমকে উঠবেন

advertisement

সূত্র মারফত জানা গিয়েছে, টানা বৃষ্টিতে মণ্ডপের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বৃহস্পতিবার দুপুরের দিকে মণ্ডপের একাংশে আগুনের ফুলকি দেখা যায়। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্যান্ডেল মেরামতির কাজ চলছে। পাশাপাশি মানুষের জন্য আজকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় চেতলা অগ্রণীর মণ্ডপ।

মহালয়ার দিন এই পুজো উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীরা ভিড় করেছিলেন মণ্ডপে। মঙ্গলবার জলমগ্ন অবস্থা হলেও অনেকে রাতে বেরিয়ে পড়েন। শুকনো আবহাওয়া দেখেও বহু মানুষ দর্শন সেরে ফেলতে পৌঁছেছিলেন। কিন্তু এই দুর্ঘটনার ফলে বৃহস্পতিবারের জন্য বন্ধ করা হল পুজো মণ্ডপের দ্বার।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Chetla Agrani Puja: কলকাতার বিখ্যাত পুজো প্যান্ডেলে আগুন, বন্ধ করে দেওয়া হল মণ্ডপ! প্রবল ভিড় হয় এই প্যান্ডেলে! কোন পুজো জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল