সকাল ১০টা থেকে ওয়েবসাইটে মিলবে ফলাফল ৷ প্রথম ১০ জনের মেধাতালিকা প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ ৷ ১১টি ওয়েবসাইটে ফল মিলবে ৷ নীচের দেওয়া ওয়েবসাইটে গিয়ে রোল নম্ব দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন ফলাফল -
www.wbbse.org, wbresults.nic.in
www.exametc.com, indiaresults.com
www.knowyourresult.com
www.schools9.com, results.amarujala.com
www.indiaccess.com, www.resultsout.com
www.jagranjosh.com,www.examresults.net
এছাড়াও এসএমএস-ও জানতে পারবেন ফলাফল ৷ SMS-এ ফল জানতে হলে WB টাইপ করে স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠিয়ে দিন ৫৪২৪২, ৫৬৭৬৭৫০, ৫৮৮৮৮, ৫৬২৬৩ নম্বরে ৷
advertisement
এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ১০ লক্ষ ৭২ হাজার পরীক্ষার্থী ৷ ছাত্রদের তুলনায় ছাত্রীরা সংখ্যায় বেশি ৷ মোট ছাত্রদের সংখ্যার তুলনায় ১,১৯,৮১৩ জন বেশি ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন ৷ এইবছরই মাধ্যমিকে ৪০ শতাংশ নম্বর ছিল মাল্টিপল চয়েস ও ছোট প্রশ্ন ৷ চলতি বছরের ফেব্রুয়ারি সম্পন্ন হয় মাধ্যমিক পরীক্ষা ৷ নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হলেও ভৌতবিজ্ঞান পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে ৷ যা নিয়ে একটি মামলা হাইকোর্টে বিচারাধীন ৷