TRENDING:

একনজরে দেখে নিন আপনার ওয়ার্ড কি সংক্রমণমুক্ত?

Last Updated:

এপ্রিলের শেষের দিকে কলকাতা পুরসভার 47 টি ওয়ার্ড ছিল সংক্রমন মুক্ত এলাকা। মে মাসের প্রথম সপ্তাহে তা কমে দাঁড়িয়েছে 35 টি ওয়ার্ডে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কলকাতা পুরসভার নতুন করে কনটেইনমেন্ট জোন সংক্রমিত এলাকা হয়েছে 14 টি ওয়ার্ড। এপ্রিলের শেষের দিকে কলকাতা পুরসভার 47 টি ওয়ার্ড ছিল সংক্রমন মুক্ত এলাকা। মে মাসের প্রথম সপ্তাহে তা কমে দাঁড়িয়েছে 35 টি ওয়ার্ডে।
advertisement

কলকাতা পুরসভা এলাকা***

5 ই মে নতুন তালিকা অনুযায়ী, কলকাতা পুরসভার মোট ওয়ার্ড 144 টি।সংক্রমিত এলাকা নেই এমন ওয়ার্ড (নো কনটেইনমেন্ট জোন)। মোট ওয়ার্ড 35 টি। 02, 16 ,70, 71, 83, 88, 89, 92, 94, 96, 97, 98, 99, 100, 102, 103, 105, 112, 113, 117, 118, 119, 120, 121, 122, 124, 125, 127, 128, 129, 132, 133, 142, 143, 144 ৷ 27 এপ্রিলের তালিকায় ছিলকলকাতা পুরসভায় মোট ওয়ার্ড 144 টি ।সংক্রমিত এলাকা নেই এমন ওয়ার্ড(নো কনটেইনমেন্ট জোন)। মোট ওয়ার্ড 47 টি।

advertisement

02, 08, 13, 16, 26, 45, 46, 51, 52, 67, 71, 83, 86, 89, 92, 94, 95, 96, 97, 98, 99, 100, 102, 103, 105, 106, 112, 113, 117, 118, 119, 120, 121, 122, 124, 125, 127, 128, 129, 130, 132, 133, 139, 141,142, 143, 144 ৷

কলকাতা পুরসভার দুটি ওয়ার্ড সংক্রমিত এলাকা থেকে বাইরে আসতে পেরেছে।এই দুটি ওয়ার্ড হলো 70 ভবানীপুর এলাকা। কাউন্সিলর অসীম বোস 88 নম্বর ওয়ার্ড। কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়ের ওয়ার্ড। রাসবিহারী এলাকা।14 টি ওয়ার্ড নতুন করে সংক্রমিত এলাকায় (কন্টাইন্টমেন্ট জোন) সংযুক্ত হয়েছে।এই ওয়ার্ড গুলি হল 8,13, 26, 45, 46, 51, 52, 67, 86, 95, 106, 130, 139, ও 141 ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
একনজরে দেখে নিন আপনার ওয়ার্ড কি সংক্রমণমুক্ত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল