TRENDING:

Bengal Bjp Leader: বাংলার বিরোধী দলনেতা কে? ঠিক করতে সেই 'বহিরাগত' নেতৃত্বেই ভরসা বিজেপির!

Last Updated:

ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বকে বিজেপির শীর্ষ রাজ্য নেতৃত্ব জানিয়ে দিয়েছেন, এবার রাজ্যে দল চালাতে দেওয়া হোক তাঁদেরই। কিন্তু বাংলা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের 'সক্রিয়তা' কিছুতেই যেন থামার নয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নবান্ন দখলের লড়াইয়ে কার্যত ভরাডুবি হয়েছে BJP-র। আর তারপর থেকেই রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে অসন্তোষ, একে অপরকে দোষারোপ লেগেই রয়েছে। মুখে কেউ স্বীকার না করলেও আক্ষরিক অর্থেই ছন্নছাড়া বিজেপির রাজ্য নেতৃত্ব। তাঁদের একটা বড় অংশেরই অভিযোগ, রাজ্য নেতৃত্বকে গুরুত্ব না দিয়ে দলের কেন্দ্রীয় নেতাদের অতিসক্রিয়তাই বাংলায় ভরাডুবির জন্য দায়ী। তাঁদের আরও অভিযোগ, বাঙালির ভাবাবেগ না বুঝেই যেভাবে গোটা রাজ্যে নিজেদের খেয়ালখুশি মতো প্রচার করেছিলেন কেন্দ্রীয় নেতারা, তাতে তৃণমূলের 'বহিরাগত' তত্ত্ব আরও পালে হাওয়া পেয়েছিল। সূত্রের খবর, ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বকে বিজেপির শীর্ষ রাজ্য নেতৃত্ব জানিয়ে দিয়েছেন, এবার রাজ্যে দল চালাতে দেওয়া হোক তাঁদেরই। কিন্তু বাংলা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের 'সক্রিয়তা' কিছুতেই যেন থামার নয়। এবার বাংলার বিরোধী দলনেতা নির্বাচন করতেও দুই কেন্দ্রীয় নেতাকে পর্যবেক্ষক করলেন নরেন্দ্র মোদি (Narendra Modi), অমিত শাহরা (Amit Shah)।
বিরোধী দলনেতা কে?
বিরোধী দলনেতা কে?
advertisement

জানা গিয়েছে, রাজ্যে ৭৭ আসন পেয়ে বিরোধী হয়ে ওঠা বিজেপির বিরোধী দলনেতা কে হবেন, তা ঠিক করতে ভার দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad) ও বিজেপির সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবকে (Bhupendra Yadav)। তাঁরাই ঠিক করবেন বাংলার বিরোধী দলনেতার নাম।

বিজেপি সূত্রে খবর, বিরোধী দলনেতার দৌড়ে নাম রয়েছে তৃণমূলত্যাগী মুকুল রায় ও শুভেন্দু অধিকারীর। তৃণমূলের দীর্ঘদিনের সেনাপতি মুকুল বেশ কয়েক বছর ধরে বিজেপি নেতা। জীবনে প্রথমবার বিধানসভা ভোটে জয় পেয়েছেন মুকুল। বিজেপির ভরাডুবি হলেও মুকুলের জয় ব্যক্তিগতভাবে তাঁকে স্বস্তি দিয়েছে। ফলে তাঁর নামও রয়েছে বিরোধী দলনেতার দৌড়ে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে 'জায়েন্ট কিলার' হয়ে ওঠা শুভেন্দু অধিকারীও রয়েছেন বিরোধী দলনেতার দৌড়ে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

বিজেপির একটা অংশের মতে, ভোটের আগে-আগেই বিজেপিতে যোগ দিলেও দলের 'লাইন' খুব শীঘ্রই ধরে ফেলেছেন শুভেন্দু। মমতাকে হারানোয় তাঁকে আলাদা সম্মানও দিতে চাইছে গেরুয়া শিবির। তাই শুভেন্দুও বিরোধী দলনেতা হওয়ার চর্চায় রয়েছেন। যদিও বিজেপির অপর একটা অংশ, RSS-এর কাউকেই বিরোধী দলনেতার পদে বসাতে চাইছে। সেক্ষেত্রে গত পাঁচ বছর বিধানসভায় বিজেপির পরিষদীয় নেতা মনোজ টিগ্গার নামও আলোচনায় উঠে এসেছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal Bjp Leader: বাংলার বিরোধী দলনেতা কে? ঠিক করতে সেই 'বহিরাগত' নেতৃত্বেই ভরসা বিজেপির!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল