জানা গিয়েছে, রাজ্যে ৭৭ আসন পেয়ে বিরোধী হয়ে ওঠা বিজেপির বিরোধী দলনেতা কে হবেন, তা ঠিক করতে ভার দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad) ও বিজেপির সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবকে (Bhupendra Yadav)। তাঁরাই ঠিক করবেন বাংলার বিরোধী দলনেতার নাম।
বিজেপি সূত্রে খবর, বিরোধী দলনেতার দৌড়ে নাম রয়েছে তৃণমূলত্যাগী মুকুল রায় ও শুভেন্দু অধিকারীর। তৃণমূলের দীর্ঘদিনের সেনাপতি মুকুল বেশ কয়েক বছর ধরে বিজেপি নেতা। জীবনে প্রথমবার বিধানসভা ভোটে জয় পেয়েছেন মুকুল। বিজেপির ভরাডুবি হলেও মুকুলের জয় ব্যক্তিগতভাবে তাঁকে স্বস্তি দিয়েছে। ফলে তাঁর নামও রয়েছে বিরোধী দলনেতার দৌড়ে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে 'জায়েন্ট কিলার' হয়ে ওঠা শুভেন্দু অধিকারীও রয়েছেন বিরোধী দলনেতার দৌড়ে।
advertisement
বিজেপির একটা অংশের মতে, ভোটের আগে-আগেই বিজেপিতে যোগ দিলেও দলের 'লাইন' খুব শীঘ্রই ধরে ফেলেছেন শুভেন্দু। মমতাকে হারানোয় তাঁকে আলাদা সম্মানও দিতে চাইছে গেরুয়া শিবির। তাই শুভেন্দুও বিরোধী দলনেতা হওয়ার চর্চায় রয়েছেন। যদিও বিজেপির অপর একটা অংশ, RSS-এর কাউকেই বিরোধী দলনেতার পদে বসাতে চাইছে। সেক্ষেত্রে গত পাঁচ বছর বিধানসভায় বিজেপির পরিষদীয় নেতা মনোজ টিগ্গার নামও আলোচনায় উঠে এসেছে।