TRENDING:

Bengal Bjp: সুনীলের পর মঙ্গল পান্ডে, পঞ্চায়েতের লক্ষ্যে বড় পরিকল্পনা বিজেপির! ঘুরে যাবে খেলা?

Last Updated:

Bengal Bjp: পাখির চোখ পঞ্চায়েত ভোট। সুনীল বনসলের পর ফের রাজ্যে আসছেন মঙ্গল পান্ডে। রাঢ়বঙ্গের সাংগঠনিক নেতৃত্বকে নিয়ে বৈঠক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী , কলকাতা-  পদ্মের পাখির চোখ পঞ্চায়েত। উত্তরের পর নজর রাঢ়বঙ্গে। সুনীল বনসলের পর এবার ময়দানে মঙ্গল পাণ্ডে। উত্তরের পর নজর রাঢ়বঙ্গের সাংগঠনিক জেলা। তেইশে পঞ্চায়েত ভোট। হাতে খুব বেশি সময় নেই। সংগঠনের হাল হকিকত বুঝে নিতে ময়দানে নেমে পড়েছেন বিজেপির দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক। সুূনীন বনসল এবং মঙ্গল পাণ্ডে। গত সপ্তাহে উত্তরবঙ্গে বৈঠক করেন সুনীল বনসল। এবার ময়দানে মঙ্গল পাণ্ডে।
বিজেপির নয়া পরিকল্পনা
বিজেপির নয়া পরিকল্পনা
advertisement

নজরে রাঢ়বঙ্গ। দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার সাংগঠনিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন মঙ্গল পাণ্ডে।  আগামী সপ্তাহের শুরু থেকে দফায় দফায় বৈঠক হবে বলে বিজেপি সূত্রের খবর। নিচু স্তরের সংগঠনের কী হাল, তার হিসেব নেবেন রাজ্যের পূর্ণ সময়ের জন্য নিযুক্ত পর্যবেক্ষক মঙ্গল পান্ডে।দেবেন দলীয় কোন্দল রুখতে দাওয়াইও বলে মনে করছে রাজনৈতিক মহল। এককাট্টা হয়ে লড়াইয়ের বার্তা বারবার দেওয়া হলেও বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব হামেশাই প্রকাশ্যে আশায় পঞ্চায়েত নির্বাচনের আগে রীতিমতো অস্বস্তিতে গেরুয়া শিবির।

advertisement

আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের মধ্যে থেকে প্রার্থী! পঞ্চায়েত ভোটে বিজেপির চমকপ্রদ কৌশল ঘিরে শোরগোল

যদিও অস্বস্তির প্রসঙ্গ মানতে চাননি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সংগঠন শক্তিশালী করতে যা যা করা দরকার করা হচ্ছে। কাউকেই কম গুরুত্ব দেওয়ার ব্যাপার নেই'। মানুষ শাসক দলের  দুর্নীতির বিরুদ্ধে এবার সরব হবে। বললেন সুকান্ত। তিন দিনের  উত্তরবঙ্গ সফরে কড়া বার্তা দিয়েছেন সুনীল বনসল বলে পদ্ম ব্রিগেড সূত্রের খবর। কয়েক দিন আগেই উত্তরবঙ্গে যান বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। দেন একাধিক দাওয়াই। খবরে প্রকাশ তাঁর নির্দেশ, 'বিশেষ কোনও ব্যক্তির উপর নির্ভর করলে চলবে না।ভোটের লড়াইয়ে টিমওয়ার্ক চাই।সুকান্ত-শুভেন্দু জুটিকে সামনে রেখেই লড়াই চালাতে হবে। অবিলম্বে বুথ কমিটি তৈরি করতে হবে'।

advertisement

আরও পড়ুন: ছাত্রপিছু থাকত মোটা টাকার টার্গেট, জ্যাম করা হত সার্ভার! মনে করছে ইডি

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সূত্রের খবর, উত্তরবঙ্গের সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠকে বুথ কমিটি তৈরি না হওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বনসল।  উত্তরের পর এবার পদ্মের নজর দক্ষিণের রাঢ়বঙ্গে। ময়দানে মঙ্গল পাণ্ডে। সামনের সপ্তাহেই বৈঠক করতে রাজ্যে পৌঁছে জেলা নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠকে বসে  আগামী পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল ঠিক করবেন তিনি । পঞ্চায়েত ভোটের  প্রার্থী নিয়েও আলোচনা হবে, এমনটাই দাবি বিজেপি নেতৃত্বের।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal Bjp: সুনীলের পর মঙ্গল পান্ডে, পঞ্চায়েতের লক্ষ্যে বড় পরিকল্পনা বিজেপির! ঘুরে যাবে খেলা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল