প্রশাসনের নতুন মাথাব্যথা এখন আমফান মোকাবিলা৷ লকডাউনের চতুর্থ দফায় এসে এখন এই সুপার সাইক্লোনের সঙ্গে লড়তে প্রস্তুত কেন্দ্র-রাজ্য৷ ইতিমধ্যেই কেন্দ্রীয় সচিবের সঙ্গে রাজ্যের মুখ্যসচিবের কথা হয়েছে৷ চূড়ান্ত প্রস্তুতি নিয়ে দু’তরফেরই রয়েছে তৎপরতা৷
অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব কথা বলে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে৷ রাজ্যের চাহিদা অনুযায়ী বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৩টি দল প্রস্তুত বলে জানিয়েছেন তিনি৷ যাদের মধ্যে ৪টি দল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে আমফান যেখান দিয়ে বয়ে যাবে, সেই এলাকায়৷ অন্যদলটি রয়েছে স্ট্যান্ডবাই, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী তারা কাজে নামবে৷ এছাড়াও সেনা, বায়ুসেনা, নৌবাহিনীকেও তৈরি রাখা হয়েছে৷ তৈরি থাকছে কোস্টাল গার্ডও৷
advertisement
বাংলা ও ওড়িশাকে সব রকমভাবে তৈরি থাকতে বলা হয়েছে৷ সময় মতো বাসিন্দারের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে৷ খোলা হয়েছে কন্ট্রোল রুম৷ বিদ্যুৎ সংযোগ ও টেলিকম পরিষেবার দিকেও নজর রাখতে বলা হয়েছে৷ রাজ্যকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্র৷
এর আগে অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানিয়েছিলেন যে কেন্দ্রের আমফান আলোচনায় রাজ্যে প্রশাসনের কাউকে রাখা হয়নি৷ কারণ আমফান নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে বৈঠক হয় সেখানে বাংলা থেকে আমন্ত্রিত ছিলেন দিল্লিতে নিযুক্ত বাংলার রেসিডেন্ট কমিশনার। তা নিয়েই বিতর্ক শুরু হয়৷ কারণ প্রশাসন বলতে অবশ্যই মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবকে বোঝায়।সেই দু' জনের কাউকে না জানিয়ে রেসিডেন্ট কমিশনারকে আমন্ত্রণ জানানো ভালো চোখে নেননি মমতা বন্দ্যোপাধ্যায়।