TRENDING:

বিধ্বংসী আমফান নিয়ে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে কথা কেন্দ্রের, রাজ্যকে সব রকম সাহায্যের আশ্বাস

Last Updated:

এর আগে অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানিয়েছিলেন যে কেন্দ্রের আমফান আলোচনায় রাজ্যে প্রশাসনের কাউকে রাখা হয়নি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শক্তি বাড়িয়ে সুপার সাইক্লোনের আকার ধারণ করেছে আমফান৷ এর মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা থাকছে দুই বাংলা ও ওড়িশায়৷ যার মধ্যে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷ এই ঝড়ে সমুদ্রের ঢেউ উঠতে পারে দোতলার সমান৷ এমনই জানিয়েছে এনডিআরএফ৷ আর এই নিয়ে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র ও রাজ্যের৷
advertisement

প্রশাসনের নতুন মাথাব্যথা এখন আমফান মোকাবিলা৷ লকডাউনের চতুর্থ দফায় এসে এখন এই সুপার সাইক্লোনের সঙ্গে লড়তে প্রস্তুত কেন্দ্র-রাজ্য৷ ইতিমধ্যেই কেন্দ্রীয় সচিবের সঙ্গে রাজ্যের মুখ্যসচিবের কথা হয়েছে৷ চূড়ান্ত প্রস্তুতি নিয়ে দু’তরফেরই রয়েছে তৎপরতা৷

অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব কথা বলে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে৷ রাজ্যের চাহিদা অনুযায়ী বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৩টি দল প্রস্তুত বলে জানিয়েছেন তিনি৷ যাদের মধ্যে ৪টি দল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে আমফান যেখান দিয়ে বয়ে যাবে, সেই এলাকায়৷ অন্যদলটি রয়েছে স্ট্যান্ডবাই, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী তারা কাজে নামবে৷ এছাড়াও সেনা, বায়ুসেনা, নৌবাহিনীকেও তৈরি রাখা হয়েছে৷ তৈরি থাকছে কোস্টাল গার্ডও৷

advertisement

বাংলা ও ওড়িশাকে সব রকমভাবে তৈরি থাকতে বলা হয়েছে৷ সময় মতো বাসিন্দারের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে৷ খোলা হয়েছে কন্ট্রোল রুম৷ বিদ্যুৎ সংযোগ ও টেলিকম পরিষেবার দিকেও নজর রাখতে বলা হয়েছে৷ রাজ্যকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্র৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর আগে অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানিয়েছিলেন যে কেন্দ্রের আমফান আলোচনায় রাজ্যে প্রশাসনের কাউকে রাখা হয়নি৷ কারণ আমফান নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে বৈঠক হয় সেখানে বাংলা থেকে আমন্ত্রিত ছিলেন দিল্লিতে নিযুক্ত বাংলার রেসিডেন্ট কমিশনার। তা নিয়েই বিতর্ক শুরু হয়৷ কারণ  প্রশাসন বলতে অবশ্যই মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবকে বোঝায়।সেই দু' জনের কাউকে না জানিয়ে রেসিডেন্ট কমিশনারকে আমন্ত্রণ জানানো ভালো চোখে নেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বিধ্বংসী আমফান নিয়ে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে কথা কেন্দ্রের, রাজ্যকে সব রকম সাহায্যের আশ্বাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল