চলতি বছরে প্রথম তিন মাসের টাকা কেন্দ্রের তরফে লিখিতভাবে দেওয়ার কথা বলা হলেও তা দেওয়া হল না রাজ্যকে। প্রায় ৩০০ কোটি টাকা দেওয়ার কথা বলা হয়েছিল কেন্দ্রের তরফে। তা নিয়ে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রককে চিঠি রাজ্যের। চিঠি দেওয়ার পরেও কোনও উত্তর নেই কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের।
advertisement
গত আর্থিক বর্ষে শেষ তিন মাসের টাকা এই প্রকল্পে কেন্দ্র দিয়েছিল রাজ্যকে। জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে আশা কর্মীদের টাকা, গর্ভবতী মায়েদের জন্য অ্যাম্বুলেন্স, স্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামোগত মান উন্নয়ন সহ একাধিক কাজ করা হয়।
এই কর্মসূচিতে কেন্দ্র দেয় ৬০ শতাংশ, রাজ্য দেয় ৪০ শতাংশ টাকা। কেন্দ্রের তরফে টাকা না পাওয়ায় এবার স্বাস্থ্য দফতর এই কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য ঋণ নিতে চলেছে। এই প্রকল্পে মোট খরচ হয় প্রতি বছর প্রায় ২০০০ কোটি টাকা।
কেন্দ্রের তরফে নির্দিষ্ট করে দেওয়া রং, লোগো এর ব্যবহার এ সম্মতি রাজ্য দিলে গত আর্থিক বর্ষে শেষ তিন মাসের টাকা দিলেও চলতি আর্থিক বর্ষের টাকা পেল না রাজ্য।
Somraj Bandopadhay