বাচ্চাদের খাবার টাকা পুরোপুরি দিল না কেন্দ্র। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জরাজীর্ণ অবস্থার জন্য দায়ীও তারাই, বিধানসভায় পরিসংখ্যান তুলে ধরলেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। তিনি জানিয়েছেন কেন্দ্রের কাছে চাওয়া হয়েছিল খাওয়া বাবদ ৬৫৭ কোটি টাকা।কেন্দ্র দিয়েছে ৩৩৭ কোটি টাকা।
আরও পড়ুন – Cyclone Michaung Update: উইকএন্ডে দিঘা ট্যুর, সাইক্লোন ঘনাচ্ছে সাগরে, আবহাওয়া জাস্ট ওলটপালট
advertisement
ICDS সেন্টারের একাধিক জায়গায় জরাজীর্ণ অবস্থা। বিধানসভায় প্রশ্ন তোলেন শাসক দলের বিধায়ক অসিত মজুমদার। রাজ্যে অনুমোদিত সেন্টারের সংখ্যা ১ লক্ষ ১৯ হাজার ৪৮১। সেন্টার সংস্কারে খরচ প্রায় ১৩ লক্ষ। কেন্দ্র সেন্টার নিয়ে নানা পলিসি বদল করছে, কিন্তু পর্যাপ্ত অর্থ দিচ্ছে না, অভিযোগ মন্ত্রীর। পাড়ায় সমাধানে নজরে আসা ৩১৩৬ সেন্টার সংস্কার হয়েছে ১৭৩ কোটি টাকা খরচ করে।
মন্ত্রী জানান, ইউপিএ আমলে সাম্মানিক বাবদ কেন্দ্র ও রাজ্য ভাগ ছিল ৯০:১০, এখন তা হয়েছে ৬০:৪০ বেতন বাবদ ইউপিএ আমলে ছিল ৭৫:২৫ ভাগ এখন তা হয়েছে ৬০:৪০ ভাগ।অর্থ কেন্দ্র দিচ্ছে না। কেন্দ্র বঞ্চনা করছে। এদিন ফের এই অভিযোগে সরব হলেন শশী পাঁজা৷
Abir Ghosal
