আরও পড়ুন: ২২ জানুয়ারি হাওড়া বাদে চার পুরনগিমে ভোট, গণনা ২৫ শে! কমিশনের ঘোষণায় ক্ষুব্ধ বিরোধীরা
তিনি তাঁর বিবৃতিতে দাবি করেছেন, মিশনারিজ অফ চ্যারিটি দেশের বিভিন্ন প্রান্তে একে বারে প্রান্তিক মানুষের জীবনের উন্নতির কাজে অনেকদিন ধরেই সংগঠনকে ব্যস্ত রেখেছে। সংগঠন মাদারের আদর্শে উদ্বুদ্ধ। তিনি বলেছিলেন মাটিতে শুয়ে থাকলেও ভাল, কিন্তু সারা পৃথিবীর দরিদ্র মানুষদের হয়ে কাজ করে যেতে হবে। বিশেষত ভারতের মানুষের দিকে নজর রাখতে হবে। তাদের সঙ্গেই এমন করা হল।
advertisement
আরও পড়ুন: পুরসভায় প্রবেশের মুখে তিনি মিস করলেন শোভনকে, অকপট স্বীকারোক্তি রত্নার
ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইটারে লিখেছেন, “ক্রিসমাসের দিন মাদার টেরেসার মিশনারিজ অফ চ্যারিটির সবক’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account Freez) সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছে কেন্দ্র। আমি স্তম্ভিত। এই সংগঠনের অন্তত ২২ হাজার কর্মী ও রোগী ওষুধ থেকে বঞ্চিত হচ্ছেন। মানছি, আইন সবার আগে। কিন্তু মানবিকতার সঙ্গে আপস করা উচিত নয়।”
ঘটনায় একই ভাবে ট্যুইটে ক্ষোভ প্রকাশ করেছেন সিপিএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি লিখেছেন, "গতকালই বড়দিন ছিল, আর আজ কেন্দ্রীয় সরকার মিশনারিজ অফ চ্যারিটির সব অ্যাকাউন্ট সাময়িক ভাবে বন্ধ করেছে। শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করাই নয়, হাতে থাকা সমস্ত নগদ অর্থের লেনদেনও বন্ধ করা হয়েছে। তাঁদের ২২ হাজার কর্মী ও রোগীরা ওষুধ ও খাদ্য ছাড়া দিন কাটাচ্ছেন। চমকে দেওয়া খবর।"