যে ৩৫ আসনে ভোটগ্রহণ চলছে, তার মধ্যে অন্যতম কাশীপুর-বেলগাছিয়া (Kashipur Belgachiya Constituency) কেন্দ্র। ভোট শুরুর পর থেকেই কেন্দ্রের একাধিক বুথে উত্তেজনার খবর মিলেছে। তৃণমূল প্রার্থী (TMC Candidate) অতীন ঘোষকে (Atin Ghosh) বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। কাশীপুর-বেলগাছিয়ার ২০৬ নম্বর বুথে ঢুকতে কেন্দ্রীয় বাহিনী তাঁকে বুথে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ। এই নিয়ে আধাসেনার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল প্রার্থী। পরে এজেন্টদের বুথে বাইরে ডেকে কথা বলেন পোড় খাওয়া এই তৃণমূল নেতা।
advertisement
অন্যদিকে, ২৩২ এবং ২৪৫ নম্বর বুথে উত্তেজনা ছড়ায় ভোট শুরুর কিছুক্ষণ পরেই। বিজেপি প্রার্থী (BJP Candidate) শিবাজী সিংহ রায়ের (Shibaji Sinha Roy) অভিযোগ, কাশিপুর বেলগাছিয়া বিধাসভার রামকৃষ্ণ বিদ্যালয়ের (প্রাইমারি) ২৩২ ২বং ২৩৫ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বুথে বসতে বাধা দেওয়া ও ভয় দেখানো হয়। তৃণমূল কর্মীরা বিজেপির পোলিং এজেন্টদের (Polling Agent) নথি-পত্র ছিনিয়ে নেয় বলেও অভিযোগ। বুথে গিয়ে সরাসরি প্রিজাইডিং অফিসারের কাছে অভিযোগ জানান বিজেপি প্রার্থী। শিবাজী সিংহ রায়ের দাবি, তৃণমূল নথি চুরির ঘটনার সঙ্গে যুক্ত। ফলে বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন। যদিও নথি চুরির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল।
